পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংক্রমণ বৃদ্ধিতে করোনা নিয়ে নতুন নির্দেশিকা মহারাষ্ট্রে

ফের করোনা সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে ৷ তার জেরে ওই রাজ্যের সরকার নতুন করে কোভিড-19 নিয়ে গাইডলাইন দেওয়া হয়েছে ৷

সংক্রমণ বৃদ্ধিতে করোনা নিয়ে নতুন নির্দেশিকা মহারাষ্ট্রে
সংক্রমণ বৃদ্ধিতে করোনা নিয়ে নতুন নির্দেশিকা মহারাষ্ট্রে

By

Published : Mar 26, 2021, 3:18 PM IST

মুম্বই, 25 মার্চ : ফের করোনা সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে ৷ তার জেরে ওই রাজ্যের সরকার নতুন করে কোভিড-19 নিয়ে গাইডলাইন দেওয়া হয়েছে ৷

ওই নির্দেশিকায় প্রশাসনের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অক্সিজেন ট্যাঙ্ক ও সিলিন্ডার ভর্তি রাখতে বলা হয়েছে ৷ একই সঙ্গে যাঁরা বাড়িতে আইসোলেশনে থাকবেন, তাঁদের উপর কড়া নজরদারি করতে বলা হয়েছে ওই নির্দেশিকায় ৷ বেড বরাদ্দের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে বলা হয়েছে কোভিড সেন্টার ও কোভিড হাসপাতালগুলিকে ৷ এছাড়া আরও বেশ কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, গত বছর যখন ভারতে প্রথম করোনা সংক্রমণ শুরু হয় তখন মহারাষ্ট্রে পরিস্থিতি বেশ খারাপ ছিল ৷ তার পর ধীরে ধীরে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল ওই রাজ্যে ৷

আরও পড়ুন :অসুস্থ হয়ে হাসপাতালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ এসে পড়েছে ভারতে ৷ দেশের বেশ কয়েকটি রাজ্যে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ৷ সেই তালিকায় মহারাষ্ট্রও রয়েছে ৷ শুক্রবার সকালের হিসেব অনুযায়ী, ওই রাজ্যে গত 24 ঘণ্টায় 35 হাজার 952 জন আক্রান্ত হয়েছেন৷ মারা গিয়েছেন 111 জন ৷

ABOUT THE AUTHOR

...view details