লখনউ, 17 জুলাই:প্রতারক তরুণীর ফাঁদে এক ইঞ্জিনিয়ার ৷রাজধানীর সরোজিনী নগরের ওই ইঞ্জিনিয়ারকে ফাঁদে ফেলে প্রথমে প্রেমের অভিনয় করে অভিযুক্ত তরুণী ৷ অশ্লীল কিছু ছবিও তোলে সে। পরে সেই ছবি ভাইরাল করার হুমকি দিয়ে 10 লক্ষ টাকা দাবি করে শুরু করে সে। ইঞ্জিনিয়ার যুবক রাজি না-হওয়ায় ফেসবুকে 38টি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তাঁর অশ্লীল ছবি ভাইরাল করে দেয় ওই তরুণী। নির্যাতিত যুবক সরোজিনী নগর থানায় এফআইআর দায়ের করেছেন।
সরোজিনী নগর থানায় দায়ের করা এফআইআর অনুসারে, প্রয়াগরাজের বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার কিছুদিন ধরে সরোজিনী নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। স্থানীয় একটি কোম্পানিতেই তিনি কাজ করেন তিনি। একই বাড়িতে ভাড়া নিয়েছিল অভিযুক্ত তরুণী ৷ যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় ওই তরুণীর। হোয়াটসঅ্যাপ চ্যাটের পাশাপাশি দু'জনেই ভিডিয়ো কলে কথা বলতে শুরু করেন। এরপর মেয়েটি ছেলেটির রুমে আসতে শুরু করে এবং চুপিসারে ওই যুবকের অশ্লীল ছবি তোলে বলে অভিযোগ ৷
এরপরেই শুরু হয় ব্ল্যাকমেলিং ৷ অভিযুক্ত তরুণী ওই ইঞ্জিনিয়ারের কাছ থেকে লক্ষাধিক টাকা দাবি করতে থাকে। টাকা না-দিলে ওই অশ্লীল ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে বলে হুমকিও দেয়। টাকা দিতে অস্বীকার করলে মেয়েটি ফেসবুকে প্রায় 38টি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ওই যুবকের ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত তরুণী। মেয়েটি এই প্রথম নয় এর আগেও অন্য যুবকের কাছ থেকে এভাবেই টাকা আদায় করেছে ৷ এডিজি সাইবার ক্রাইম, এসপি সাইবার ক্রাইমের কাছে এনিয়ে অভিযোগ করেন ওই নির্যাতিত ইঞ্জিনিয়ার ৷
এর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত তরুণী ইতিমধ্যেই বেশকিছু যুবকের কাছ থেকে তাঁদের অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। তবে তাকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ ডিসিপি সেন্ট্রাল জোন অপর্ণা রজত কৌশিক জানিয়েছেন, ওই ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:ভুয়ো শিক্ষককে গ্রেফতার করল সিআইডি, নথি জাল করার অভিযোগ