উজ্জয়িনী , 15 জানুয়ারি:দ্বিতীয় টি-20-তে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর লেগ-স্পিনার রবি বিষ্ণোই, বাঁ-হাতি ব্যাটার তিলক ভার্মা, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং উইকেট কিপার জিতেশ শর্মা-সহ চার ভারতীয় ক্রিকেটার সোমবার মকর সংক্রান্তি উপলক্ষে মহাকালেশ্বর মন্দিরে বাবা মহাকালের পুজো দিলেন ৷ উল্লেখযোগ্যভাবে, মহাকালেশ্বর মন্দির ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। ক্রিকেটাররা মন্দিরের 'নন্দী হলে' বসে এদিন মহাকালের পুজো করেন ৷ ভোরের 'ভস্ম আরতি'তেও অংশ নেন খেলোয়াররা ৷
মহাকাল মন্দিরে ভস্ম আরতিটি 10 জন নাগা সাধু দ্বারা পরিচালিত হয় ৷ তারা মহাকালেশ্বরকে ভস্ম দিয়ে শোভিত করে বৈদিক মন্ত্র এবং স্তোত্র, করতাল, শঙ্খ ও ডমরু ধ্বনির মধ্যে দিয়ে আরতি করেন। ভস্ম আরতি প্রতিদিন সকালে কেবলমাত্র মহাশিবরাত্রির দ্বিতীয় দিন ছাড়া ভোর চারটে থেকে ছ'টা পর্যন্ত করা হয় ৷ মহাকালেশ্বরে এই অনুষ্ঠানে যোগ দেওয়া ভক্তদের অন্যতম ইচ্ছা। এই আরতির উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কারণ, বিশ্বাস করা হয় যে, যারা ভস্ম আরতি দেখেন তাদের কখনই অকাল মৃত্যু হবে না।
মন্দিরের পুরোহিত সঞ্জয় শর্মা বলেন, "আজ, মকর সংক্রান্তি উপলক্ষে, ব্রাহ্ম মুহুর্তে বাবা মহাকালের দরজা খুলে দেওয়া হয় এবং তারপরে পঞ্চামৃত দিয়ে ভগবান মহাকালের পবিত্র স্নান হয় এর মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, চিনি ও মধু এবং তিলের বীজ। সাজসজ্জার পর ভস্ম আরতি করা হয় ৷ এই উপলক্ষে বাবা মহাকালকে তিলও অর্পণ হয়।"
পুরোহিত আরও জানান, বাবা মহাকালের কাছে প্রার্থনা করা হয়েছিল যাতে তাঁর আশীর্বাদ বিশ্বের সকলের উপর বর্ষিত হয়। ভস্ম আরতিতে অংশ নেওয়ার পরে, ক্রিকেটাররা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "এখানে এসে আমাদের খুব আনন্দ হয়েছে ৷ আমরা ভগবান শিবের আশীর্বাদ নিয়েছি।" রবিবার সন্ধ্যায় ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ক্রিকেটাররা এখানে পৌঁছেছেন। ভারত ছয় উইকেটে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ জিতে নেয়। 17 জানুয়ারি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ।