পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

4 Died as Boat Capsizes: হ্রদের মাঝে পোজ দিয়ে সেলফি, ভারসাম্য হারিয়ে ডুবল নৌকা ; দুই নাবালক-সহ মৃত 4 - Accident while taking selfie

হ্রদের মাঝে পৌঁছে সেলফি তোলার সময় ডুবে গেল নৌকা ৷ মৃত্যু হল চারজনের ৷ স্থানীয়দের চেষ্টায় জীবিত উদ্ধার এক (Selfie Accident in Haryana)৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Mar 22, 2023, 8:18 AM IST

নুহ (হরিয়ানা), 22 মার্চ: হ্রদের জলে ডুবে গেল নৌকা ৷ মৃত্যু হল দুই নাবালক-সহ চারজনের ৷ মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার নুহ জেলার কোটলা হ্রদে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল 3টে নাগাদ এই হ্রদে বোটিং করতে যান পাঁচজন ৷ হ্রদের মাঝখানে পৌঁছে সেলফি তুলতে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায় (Boat Capsizes While Taking Selfie)৷ এর মধ্যে একজনকে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করতে সক্ষম হন ৷

মৃতদের নাম মুস্তাক (23), সাকিব (17), সাহিল (12) ও নাজাকাত (21) ৷ এর মধ্যে মুস্তাক, সাকিব ও সাহিল আকেদা গ্রামের বাসিন্দা ৷ আর নাজাকাতের বাড়ি সিঙ্গেলহেরি গ্রামে ৷ যাকে স্থানীয়রা উদ্ধার করেছে সেই বছর ষোলোর তরুণের নাম জান মহম্মদ ৷ তার বাড়িও আকেদা গ্রামে ৷ দুর্ঘটনার খবর পেতেই স্থানীয়রা হ্রদের চারপাশে ভিড় জমান ৷ দ্রুততার সঙ্গে সকলকে হ্রদ থেকে তোলেন ৷

ততক্ষণে চারজনের মৃত্যু হয়ে গিয়েছে ৷ তাদের সকলকে স্থানীয় নলহাদের শহিদ হাসান খান মেওয়াতি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ মৃতদেহগুলি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ এই বিষয়ে নুহ জেলার পুলিশ সুপার বরুণ সিংলা জানান, অনুমতি ছাড়াই ওই তরুণরা নৌকা নিয়ে হ্রদে নেমেছিলেন ৷ নৌকাটি ছিল এক গ্রামবাসীর ৷

সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা বা মৃত্যুর ঘটনা নতুন নয় ৷ বারবার সাবধান করা হলেও দুর্ঘটনাপ্রবণ এলাকায় সেলফি তুলতে গিয়ে হারিয়ে গিয়েছে বহু প্রাণ (Selfie Accident)৷ তরুণদের মধ্যে এই ঝোঁক বেশি দেখা গিয়েছে ৷ গত অক্টোবরের শুরুতে সেলফি তোলার সময় মহারাষ্ট্রের পালঘর জেলার বৈতরনা জেটিতে সেলফি তোলার সময় 24 বছরের এক যুবতি ও এক কিশোরী ডুবে যায় (Accident While Taking Selfie) ৷ এদিকে, হরিয়ানার ঘটনায় পুলিশ জানিয়েছে, সেলফি তোলার সময় নৌকায় থাকা চারজনই ভারসাম্য হারিয়ে ফেলে ৷ তবে দলের মধ্যে একজনকে স্থানীয়রা উদ্ধার করে বাঁচাতে পারলেও বাকিরা ডুবে যায় ৷ সেই সময় জোয়ার ছিল ৷ যার ফলে দ্রুত ডুবে যায় তারা ৷

আরও পড়ুন :ভিডিয়ো-সেলফি তুলতে জীবনের ঝুঁকি, কী বলছেন মনোবিদরা

ABOUT THE AUTHOR

...view details