পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানুষের মতোই বাঁচার অধিকার আছে করোনার, বললেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী

অদ্ভুত মন্তব্য করে খবরে বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ৷

former-cm-trivendra-singh-rawat-illogical-statement-on-corona-virus
former-cm-trivendra-singh-rawat-illogical-statement-on-corona-virus

By

Published : May 13, 2021, 3:30 PM IST

Updated : May 13, 2021, 3:54 PM IST

দেরাদুন, 13 মে : "করোনা ভাইরাস মানুষের মতোই একটি প্রাণী ৷ তারও বাঁচার অধিকার আছে ৷" অদ্ভুত মন্তব্য করে খবরে বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ৷ দেরাদুনে সাংবাদিকদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত ৷

গোটা দেশ করোনা মহামারিতে বিপর্যস্ত ৷ প্রতিদিন তিন লাখের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে ৷ লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে করোনা রোগীদের, অন্যদিকে দেখা দিয়েছে ভ্যাকসিনের সংকট ৷ গঙ্গা সহ দেশের একাধিক নদীতে ভেসে আসছে মৃতদেহ ৷ শ্মশানে মৃতদেহের ভিড় ৷ এমন তীব্র সংকটজনক পরিস্থিতিতে করোনা ভাইরাসের পক্ষে ব্যাটন ধরলেন বিজেপি নেতা তথা উত্তরখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ৷ এদিন তিনি বলেন, "করোনা ভাইরাস মানুষের মতোই একটি প্রাণী ৷ আমরা যেমন বাঁচতে চাই, করোনাও বাঁচতে চায় ৷ অথচ আমরা ওর পেছনে পড়ে আছি ৷ এইজন্যই করোনা তার রূপ বদলাচ্ছে ৷ এই ভাইরাসেরও বাঁচার অধিকার আছে ৷" এখানেই থেমে না গিয়ে বিজেপি নেতা আরও বলেন, "মানুষের থেকে বাঁচতেই করোনা বহুরূপী হয়ে গেছে ৷"

আরও পড়ুন: পদত্যাগ করলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত

এর আগে গরু নিয়ে অদ্ভুত মন্তব্য করে খবরে এসেছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সেবার তিনি বলেছিলেন, "গরু একমাত্র প্রাণী, যে অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেনই ত্যাগ করে ৷ প্রতিদিন কিছুক্ষণ গরুর সঙ্গে কাটালে শ্বাসের রোগ সেরে যায় ৷ এই জন্যই গরুকে গোমাতা বলা হয় ৷"

Last Updated : May 13, 2021, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details