গান্ধিনগর, 2 জুন : জল্পনা সত্যি করে গেরুয়া শিবিরে যোগ দিলেন পাতিদার গোষ্ঠীর নেতা হার্দিক প্যাটেল ৷ এ বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ এর আগে 18 মে কংগ্রেস ছাড়েন তরুণ নেতা ৷ আজ বিজেপির রাজ্য সভাপতি সি আর প্যাটেলের উপস্থিতিতে বিজেপি শিবিরে নাম লেখালেন একসময়ের বিজেপি-বিরোধী হার্দিক (Former Congress Leader Hardik Patel officially joins BJP in Gujarat) ৷
আজ সকালে বিজেপিতে আনুষ্ঠানিক যোগ দেওয়ার আগে তিনি লিখেছিলেন, "আজ থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হল ৷ আমি একজন ছোটখাটো সৈনিক হিসেবে কাজ করব ৷ আমি কারওর কাছে কোনও পদের জন্য দাবি করিনি ৷ আমি কাজ করব বলে বিজেপিতে যোগ দিচ্ছি ৷"
গুজরাতে কংগ্রেস নেতাদের আটকাতে প্রচার করবেন তিনি, জানিয়েছেন সদ্য-প্রাক্তন কংগ্রেস নেতা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের গর্ব বলে উল্লেখ করে প্যাটেল বলেন, "বিজেপিতে যোগ দিয়ে আমি প্রতিটি দশম দিনে কংগ্রেস নেতা, বিধায়াকদের বিজেপিতে যোগ দেওয়ার কথা জানাব ৷"
আরও পড়ুন : Hardik Patel Resigns : 'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল
2015-য় 22 বছর বয়সে পাতিদার সম্প্রদায়ের (Patidar Anamat Andolan Samiti, PAAS) জন্য সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন হার্দিক প্যাটেল ৷ একরাতের মধ্য়ে পাতিদার গোষ্ঠীর হিরো হয়ে যান হার্দিক ৷ সেবার বিদ্রোহ থামাতে তাঁকে জেলে পোরে গুজরাতের বিজেপি সরকার ৷ এমনকি জামিন মিললেও শর্ত ছিল ছ'মাসের আগে গুজরাত ফিরতে পারবেন না তিনি ৷
2017-য় গুজরাতে ফিরে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে হার্দিকের ৷ 2019-এ কংগ্রেসে যোগ দেন বিদ্রোহী নেতা হার্দিক প্যাটেল ৷ 2017-22, 5 বছরে দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন হয়েছে ৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি৷ গুজরাতের কংগ্রেস নেতা জগদীশ ঠাকুর দাবি করেন, হার্দিক দেশদ্রোহিতার অভিযোগে ফের জেলে যেতে ভয় পেয়েছেন৷ তাই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে ভিড়লেন ৷
আরও পড়ুন : Hardik Patel to Join BJP : আসছে বিধানসভা নির্বাচন, 2 জুন গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল ?