গুয়াহাটি, 24 জুন: আরও একবার ভয়াবহ বন্যার কবলে অসম ৷ ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে ৷ গ্রামের পর গ্রাম চলে গিয়েছে জলের তলায় ৷ এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 4 লাখ 88 হাজারেরও বেশি মানুষ ৷ শনিবার একটি সরকারি রিপোর্টে এমনটাই জানানো হয়েছে । আবহাওয়া দফতর রাজ্যের বিভিন্ন অংশে বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে ৷
এর জেরে বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে ৷ রাজ্য জুড়ে প্রধান নদীগুলি বিপর্যস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় জল কমিশনের এক রিপোর্টে বলা হয়েছে, নেমাটিঘাটে (জোরহাট) ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে । পুথিমারি ও পাগলাদিয়া নদীর জলস্তর কামরূপ ও নলবাড়ি জেলায় লাল সতর্কতা চিহ্ন লঙ্ঘন করেছে ৷
আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র শনিবার হলুদ সতর্কতা জারি করেছে ৷ রাজ্যের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের থেকে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ সরকারি রিপোর্ট অনুসারে, 16টি জেলার 4.88 লক্ষেরও বেশি মানুষ বর্তমানে বন্যার কবলে । চলতি বছর বন্যায় এ পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাজালি মহকুমা ৷ সেখানে 2.67 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । নলবাড়ি এবং বারপেটা জেলাগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ সেখানে প্রায় 80 হাজার এবং 73 হাজার মানুষ বন্যার কবলে ৷