পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Flood Situation in Assam: ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি অসমে, ক্ষতিগ্রস্থ 16 জেলার প্রায় ৫ লক্ষ বাসিন্দা - বন্যা

অসমে ফের বন্যা ৷ জলের তলায় একাধিক গ্রাম ৷ ভেঙে গিয়েছে নদীবাঁধ ৷ বিভিন্ন জেলা জুড়ে ক্ষতিগ্রস্থ প্রায় 4.88 লক্ষেরও বেশি মানুষ ৷

Flood in Assam
অসমে বন্যা

By

Published : Jun 24, 2023, 1:25 PM IST

গুয়াহাটি, 24 জুন: আরও একবার ভয়াবহ বন্যার কবলে অসম ৷ ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে ৷ গ্রামের পর গ্রাম চলে গিয়েছে জলের তলায় ৷ এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 4 লাখ 88 হাজারেরও বেশি মানুষ ৷ শনিবার একটি সরকারি রিপোর্টে এমনটাই জানানো হয়েছে । আবহাওয়া দফতর রাজ্যের বিভিন্ন অংশে বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে ৷

এর জেরে বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে ৷ রাজ্য জুড়ে প্রধান নদীগুলি বিপর্যস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় জল কমিশনের এক রিপোর্টে বলা হয়েছে, নেমাটিঘাটে (জোরহাট) ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে । পুথিমারি ও পাগলাদিয়া নদীর জলস্তর কামরূপ ও নলবাড়ি জেলায় লাল সতর্কতা চিহ্ন লঙ্ঘন করেছে ৷

আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র শনিবার হলুদ সতর্কতা জারি করেছে ৷ রাজ্যের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের থেকে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ সরকারি রিপোর্ট অনুসারে, 16টি জেলার 4.88 লক্ষেরও বেশি মানুষ বর্তমানে বন্যার কবলে । চলতি বছর বন্যায় এ পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাজালি মহকুমা ৷ সেখানে 2.67 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । নলবাড়ি এবং বারপেটা জেলাগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ সেখানে প্রায় 80 হাজার এবং 73 হাজার মানুষ বন্যার কবলে ৷

জানা গিয়েছে, অসমের বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ 140টি ত্রাণ শিবিরে 35 হাজারের বেশি মানুষ রয়েছে । আরও 75টি ত্রাণ শিবির থেকে খাবার বিতরণ করা হচ্ছে । এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স কর্মী এবং স্থানীয় লোকজন-সহ বিভিন্ন সংস্থা উদ্ধার ও ত্রাণের ক্ষেত্রে প্রশাসনকে সহায়তা করছে । গত 24 ঘণ্টায় বিশ্বনাথ, দারাং এবং কোকরাঝাড় জেলায় বেড়িবাঁধ ভেঙ্গে বহু এলাকায় জল ঢুকে গিয়েছে ৷ যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িঘর থেকে মানুষ ।

আরও পড়ুন:অসমের বন্যায় মৃত বেড়ে 134, শিলচরে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

বাজালি, বাকসা, বরপেটা, কাছাড়, চিরাং, দররাং, ধেমাজি, ধুবরি, গোয়ালপাড়া, করিমগঞ্জ, কোকরাঝাড়, মাজুলি ও নলবাড়ি-সহ বিভিন্ন জেলায় রাস্তা, সেতু ও অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে । বাক্সা, বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, চিরাং, ধুবরি, কোকরাঝাড়, ডিব্রুগড়, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ সালমারা, উদালগুড়ি এবং তামুলপুরে নদীর বাঁধ ভেঙে গিয়েছে । বন্যার জেরে বিভিন্ন অংশ থেকে ভূমিধসের খবর মিলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details