আগ্রা, 17 জুলাই:ফুঁসছে যমুনা নদী। গত 45 বছরের রেকর্ড ভেঙে বেড়েছে যমুনা নদীর জলস্তর ৷ বিপদসীমা অতিক্রম করে ফুঁসছে সেটি ৷ সেইসঙ্গে 45 বছরে এই প্রথমবার তাজমহলের প্রাচীর ছুঁল যমুনা নদীর জল ৷ এমনকী, আশংকা করা হচ্ছে যে তাজমহল সংলগ্ন কৈলাশ ঘাট-সহ 28টিরও বেশি এলাকা যমুনা নদীর জল বৃদ্ধির কারণে ডুবে যেতে পারে ৷ ফলত, আশপাশের অঞ্চলে 144 ধারা জারি করেছে প্রশাসন।
বিপদসীমা পেরিয়ে যমুনার কোপ বসিয়েছে পোয়াঘাট ও তাজগঞ্জ শ্মশানেও ৷ সেখানেও নদীর জল ঢুকে পড়ায় পরিস্থিতি আরও ভয়ানক ৷ দুর্ভোগের শিকার হচ্ছেন প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করতে আসা সাধারণ মানুষ ৷ আশঙ্কা করা হচ্ছে যে, যমুনা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তাজমহলের সামনে কৈলাশ ঘাটের মতো স্মৃতিস্তম্ভ এবং আশেপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ 28টি এলাকা বানভাসি হতে পারে। বেশ কিছুদিন ধরে দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে যমুনা নদীর জলস্তর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আশংকা, যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে 208 মিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। যা দিল্লির বাসিন্দাদের জন্য ভীষণই উদ্বেগজনক বলে জানিয়েছেন তিনি।