পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Flight Takes off Without Governor: সিঁড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল, গেহলতকে না-নিয়েই উড়ে গেল বিমান - রাজ্যপাল

হায়দরাবাদ যাওয়ার জন্য বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যান কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলত ৷ কিন্তু দেরি করে এসেছেন রাজ্যপাল, এই কারণে এয়ার এশিয়ার ফ্লাইটে চড়তে দেওয়া হয়নি তাঁকে ৷ এমনই অভিযোগ রাজভবনের ৷ অবশেষে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা ৷

Etv Bharat
রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট

By

Published : Jul 28, 2023, 10:09 PM IST

বেঙ্গালুরু, 28 জুলাই:বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল ৷ কিন্তু তাঁকে বিমানে উঠতে দেওয়া তো দূর, বরং রাজ্যপালকে বিমানবন্দরে রেখেই উড়ে গেল বিমান ৷ বের করে দেওয়া হল তাঁর ব্যাগপত্রও ৷ আর তাতেই বেজায় চটেছেন রাজ্যপাল কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলত ৷ অভিযোগ দায়ের হয়েছে বিমান বন্দর থানাতেও ৷ এমনই নজির বিহীন ঘটনা ঘটেছে কর্ণাটকে ৷

বৃহস্পতিবার হায়দরাবাদ যাওয়ার জন্য বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যান কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলত ৷ কিন্তু দেরি করে এসেছেন রাজ্যপাল, এই কারণ দেখিয়ে এয়ার এশিয়ার ফ্লাইটে চড়তে দেওয়া হয়নি তাঁকে, এমনই অভিযোগ রাজভবনের ৷ একই সঙ্গে রাজ্যপাল দেরিতে বিমানে উঠতে গিয়েছিলেন তাও অস্বীকার করেছে রাজভবন ৷ কর্ণাটক রাজ্যপালের সচিবালয়ের তরফে রাজ্যপালের প্রটোকল লঙ্ঘনের জন্য একটি লিখিত অভিযোগও দায়ের করেছে ৷ অন্যদিকে, অবশ্য এয়ারলাইনের তরফে শুক্রবার দুঃখপ্রকাশ করে ক্ষমা চাওয়া হয়েছে গোটা ঘটনায় ৷

রাজভবন সূত্রে খবর, ফ্লাইটটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলতকে বিমানে ওঠার অনুমতি না-দিয়েই ছেড়ে দিয়েছিল। এরপরই রাজ্যপালের প্রোটোকল অফিসার এম বেনুগোপাল এয়ার এশিয়ার এআইএক্স কানেক্ট এবং এই ঘটনার জন্য দায়ি এয়ারলাইন কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানায় একটি অভিযোগও দায়ের করেন।

রাজভবন সচিবালয়ের তরফে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, ওইদিন দুপুরে টার্মিনাল-2 থেকে এআইএক্স কানেক্টের ফ্লাইট নম্বর আই5-972-তে চড়ে দুপুর দুটোয় রাজ্যপাল গেহলতের হায়দরাবাদ যাওয়ার কথা ছিল। রাজভবনের এক শীর্ষ আধিকারিক জানান, সেই অনুসারে, রাজ্যপাল দুপুর 1টা 10 মিনিটে রাজভবন থেকে বেরিয়ে যান ৷ এবং দুপুর 1টা 35 মিনিটে টার্মিনাল-এক-এর ভিআইপি লাউঞ্জে পৌঁছে যান। ততক্ষণে, রাজ্যপালের জিনিসপত্র বিমানেও তোলা হয়ে গিয়েছিল ৷

রাজ্যপালের প্রটোকল অফিসার বেনুগোপাল জানান, তিনি নিজে বিমানবন্দর অতিথি সম্পর্ক সহকারীর সঙ্গে কথা বলে রাজ্যপালের বিমানে বোর্ডের ব্যবস্থা করেছিলেন। এমনকী টার্মিনাল-2-এ পৌঁছনোর জন্য তিনি এডিসিকেও জানিয়েছিলেন। কিন্তু দুপুর 2টো 6 মিনিটে রাজ্যপাল বিমানের সিঁড়িতে পৌঁছে যান। সেখান থেকেই তাঁকে ফিরে আসতে হয়েছিল ৷ পুলিশ সূত্রে খবর, এয়ার এশিয়া (এআইএক্স কানেক্ট) কর্মচারী আরিফ রাজ্যপালকে জানান, পৌঁছতে দেরি করেছেন তিনি ৷ আর সে কারণেই বিমানে উঠতে পারবেন না তিনি ৷ যদিও বিমানের দরজা তখনও খোলা ছিল বলে দাবি করেছেন রাজ্যপালের প্রটোকল অফিসার ৷

প্রটোকল অফিসার জানান, এরপর রাজ্যপালের ব্য়াগ এবং জিনিসপত্র বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ৷ যাতে আরও 10 মিনিট নষ্ট হয়েছিল। রাজ্যপাল তখনও সিঁড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন এবং বিমানের দরজা তখনও খোলা ছিল বলেই দাবি প্রটোকল অফিসারের। তবুও, রাজ্যপালকে সম্পূর্ণ উপেক্ষা করে তাঁকে ফ্লাইটের ভিতর যেতে না-দিয়ে অপমান করা হয়েছিল ৷ গেহলত পরে অবশ্য ফের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফিরে আসেন ৷

আরও পড়ুন: জমি অধিগ্রহণে বাধা বুলেট ট্রেনের বাস্তবায়নের অন্তরায়, দাবি রেলমন্ত্রীর

সূত্রের খবর, হায়দরাবাদ পৌঁছনোর জন্য 90 মিনিট পর রাজ্যপালকে ফের অন্য আরও একটি ফ্লাইট নিতে হয়েছিল। প্রটোকল অফিসার বলেন, "এই ঘটনা রাজ্যপালকে গভীরভাবে আঘাত করেছে ৷ যিনি কর্ণাটকের প্রথম নাগরিক। রাজ্যপালকে কাজে বাধা দিয়ে তাঁর প্রটোকল লঙ্ঘন করা হয়েছে। আমরা স্টেশন ম্যানেজার জিকো সোয়ারেস, আরিফ এবং এয়ার এশিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি ৷" এয়ারলাইন অবশ্য এই ঘটনার জন্য শুক্রবার দুঃখপ্রকাশ করেছে ৷ তাদের তরফে বলা হয়েছে, তারা সমাধানের জন্য রাজ্যপালের সচিবালয়ে যোগাযোগ করছে। ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে সংস্থা। একই সঙ্গে তারা জানিয়েছে, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ABOUT THE AUTHOR

...view details