বেঙ্গালুরু, 28 জুলাই:বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল ৷ কিন্তু তাঁকে বিমানে উঠতে দেওয়া তো দূর, বরং রাজ্যপালকে বিমানবন্দরে রেখেই উড়ে গেল বিমান ৷ বের করে দেওয়া হল তাঁর ব্যাগপত্রও ৷ আর তাতেই বেজায় চটেছেন রাজ্যপাল কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলত ৷ অভিযোগ দায়ের হয়েছে বিমান বন্দর থানাতেও ৷ এমনই নজির বিহীন ঘটনা ঘটেছে কর্ণাটকে ৷
বৃহস্পতিবার হায়দরাবাদ যাওয়ার জন্য বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যান কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলত ৷ কিন্তু দেরি করে এসেছেন রাজ্যপাল, এই কারণ দেখিয়ে এয়ার এশিয়ার ফ্লাইটে চড়তে দেওয়া হয়নি তাঁকে, এমনই অভিযোগ রাজভবনের ৷ একই সঙ্গে রাজ্যপাল দেরিতে বিমানে উঠতে গিয়েছিলেন তাও অস্বীকার করেছে রাজভবন ৷ কর্ণাটক রাজ্যপালের সচিবালয়ের তরফে রাজ্যপালের প্রটোকল লঙ্ঘনের জন্য একটি লিখিত অভিযোগও দায়ের করেছে ৷ অন্যদিকে, অবশ্য এয়ারলাইনের তরফে শুক্রবার দুঃখপ্রকাশ করে ক্ষমা চাওয়া হয়েছে গোটা ঘটনায় ৷
রাজভবন সূত্রে খবর, ফ্লাইটটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলতকে বিমানে ওঠার অনুমতি না-দিয়েই ছেড়ে দিয়েছিল। এরপরই রাজ্যপালের প্রোটোকল অফিসার এম বেনুগোপাল এয়ার এশিয়ার এআইএক্স কানেক্ট এবং এই ঘটনার জন্য দায়ি এয়ারলাইন কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানায় একটি অভিযোগও দায়ের করেন।
রাজভবন সচিবালয়ের তরফে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, ওইদিন দুপুরে টার্মিনাল-2 থেকে এআইএক্স কানেক্টের ফ্লাইট নম্বর আই5-972-তে চড়ে দুপুর দুটোয় রাজ্যপাল গেহলতের হায়দরাবাদ যাওয়ার কথা ছিল। রাজভবনের এক শীর্ষ আধিকারিক জানান, সেই অনুসারে, রাজ্যপাল দুপুর 1টা 10 মিনিটে রাজভবন থেকে বেরিয়ে যান ৷ এবং দুপুর 1টা 35 মিনিটে টার্মিনাল-এক-এর ভিআইপি লাউঞ্জে পৌঁছে যান। ততক্ষণে, রাজ্যপালের জিনিসপত্র বিমানেও তোলা হয়ে গিয়েছিল ৷