পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur Video: মণিপুরের ভিডিয়ো কাণ্ডে সাসপেন্ড 5 পুলিশকর্মী, অস্ত্রাগার লুটের তদন্তে আইজি পদমর্যাদার অফিসার - অস্ত্রাগার লুট

Five policemen suspended over Manipur video incident: মণিপুরের ভিডিয়ো কাণ্ড প্রকাশ্যে আসার পরপরই 5 জন পুলিশকর্মী সাসপেন্ড করা হয়েছে ৷ অস্ত্রাগার লুটের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আইজি পদমর্যাদার অফিসারকে ৷

Manipur Video
মণিপুরের ভিডিয়ো কাণ্ডে সাসপেন্ড 5 পুলিশকর্মী

By

Published : Aug 6, 2023, 5:27 PM IST

ইম্ফল, 6 অগস্ট: 4 মে যে এলাকায় জনতা দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটিয়েছিল, সেখানকার স্টেশন ইনচার্জ-সহ পাঁচজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে মণিপুর পুলিশ ৷ রবিবার আধিকারিকরা এ কথা জানিয়েছেন ৷ তাঁরা জানান, 19 জুলাই ওই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই মণিপুর পুলিশ থৌবাল জেলার নংপোক সেকমাই থানার স্টেশন ইনচার্জ এবং চারজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় । সঙ্গে সঙ্গে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছিল ৷ তাঁদের সাসপেনশন তুলে নেওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কিছু অংশের দ্বারা প্রতিদিন ক্ষোভ-বিক্ষোভ দেখানো হলেও সাসপেনশন প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ।

রাজ্য পুলিশ বিষ্ণুপুরে 3 অগস্ট একটি অস্ত্রাগার লুটের ঘটনার তদন্তের জন্য পুলিশের ইন্সপেক্টর জেনারেলের অধীনে একটি নির্দিষ্ট সময়ের তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা । পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, এ বিষয়ে আধিকারিকরা বলেন যে, মণিপুর পুলিশ রাজ্যের হিংসার অবসান ঘটাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ উল্লেখ্য, 3 মে থেকে সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং উপজাতি কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয় উত্তর-পূর্বের রাজ্যে । আধিকারিকরা বলেন, পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে আইনশৃঙ্খলার বিপর্যয় জরুরি ভিত্তিতে সমাধান করা হয় ।

আরও পড়ুন:হিংসা অব্যাহত মণিপুরে, জ্বালানো হল 15 বাড়ি; গুলিবিদ্ধ এক

একজন আধিকারিকের কথায়, "এখন উদাহরণস্বরূপ, সেনাবাহিনী এবং অসম রাইফেলস-সহ অন্যান্য সংস্থার সহায়তায়, আমরা উদ্বৃত্ত পরিমাণে প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী সরবরাহ রাখতে সক্ষম হয়েছি ৷ এটি চাষের মরসুম এবং আমরা সম্পূর্ণ শান্তি ফিরে আসার জন্য চাষবাস ফেলে রাখতে পারি না ৷ তাই আমাদের এই পরিস্থিতি সামাল দিতে হবে এবং এর অর্থ হল পাহাড়ের পাদদেশে পুলিশ বাহিনীকে রাখতে হবে যেখানে বিখ্যাত কালো চালের চাষ করা হয় ৷"

বিভিন্ন মামলায় এ পর্যন্ত মণিপুরে প্রায় 300 জনকে গ্রেফতার করা হয়েছে । জাতিগত সংঘর্ষের সময় অনেক জিরো এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং প্রতিটি দাবিকে ক্রস-চেক করতে হবে বলে জানিয়েছে পুলিশ ৷ আধিকারিকরা বলেছেন যে, সদর দফতর থেকে অস্ত্র এবং প্রায় 19,000 বুলেট লুটের ঘটনায় তদন্ত করা হচ্ছে । দ্বিতীয় ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) বিষ্ণুপুর জেলার নারানসিনায় অবস্থিত । ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার একজন আধিকারিক তদন্তের নেতৃত্ব দিচ্ছেন, যা ছয় সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details