ইম্ফল, 6 অগস্ট: 4 মে যে এলাকায় জনতা দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটিয়েছিল, সেখানকার স্টেশন ইনচার্জ-সহ পাঁচজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে মণিপুর পুলিশ ৷ রবিবার আধিকারিকরা এ কথা জানিয়েছেন ৷ তাঁরা জানান, 19 জুলাই ওই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই মণিপুর পুলিশ থৌবাল জেলার নংপোক সেকমাই থানার স্টেশন ইনচার্জ এবং চারজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় । সঙ্গে সঙ্গে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছিল ৷ তাঁদের সাসপেনশন তুলে নেওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কিছু অংশের দ্বারা প্রতিদিন ক্ষোভ-বিক্ষোভ দেখানো হলেও সাসপেনশন প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ।
রাজ্য পুলিশ বিষ্ণুপুরে 3 অগস্ট একটি অস্ত্রাগার লুটের ঘটনার তদন্তের জন্য পুলিশের ইন্সপেক্টর জেনারেলের অধীনে একটি নির্দিষ্ট সময়ের তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা । পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, এ বিষয়ে আধিকারিকরা বলেন যে, মণিপুর পুলিশ রাজ্যের হিংসার অবসান ঘটাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ উল্লেখ্য, 3 মে থেকে সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং উপজাতি কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয় উত্তর-পূর্বের রাজ্যে । আধিকারিকরা বলেন, পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে আইনশৃঙ্খলার বিপর্যয় জরুরি ভিত্তিতে সমাধান করা হয় ।