মুজফফরপুর, 12 জানুয়ারি : বার্ড ফ্লুর আতঙ্ক ছিলই ৷ এবার অজানা এক সংক্রমণে একের পর এক জলাশয়ে শুরু হয়েছে মাছের মড়ক ৷ বিহারের কুধনি ব্লকের ছাজান পঞ্চায়েতের বেশিরভাগ ফিশারি ফার্মে এই মড়ক দেখা দিয়েছে ৷
ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময় অমৃতলাল সাহানি নামের এক মাছ চাষি জানান, "মাছেদের এই মারণ রোগের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ৷ আমরা জানি না কেন এত মাছ মারা যাচ্ছে ৷’’