নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: ভারতের প্রথম 'রাতের আকাশে অভয়ারণ্য' (Night Sky Sanctuary) তৈরি হচ্ছে লাদাখে ! সূত্রের খবর, আগামী তিনমাসের মধ্য়েই এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে ৷ ভারত সরকারের (Govt of India) অধীনস্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (Department of Science and Technology) এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে ৷ তারাই লাদাখে এই প্রকল্প গড়ে তুলছে ৷ সেই কাজ শেষ হতে আর মাত্র তিনমাস সময় লাগবে ৷ ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) একটি বিবৃতি প্রকাশ করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন ৷
সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাদাখের হ্যানলে এলাকায় এই সংরক্ষিত রাত্রিকালীন আকাশ গড়ে তোলা হবে ৷ যা আদতে 'চ্য়াংথ্যাং অভয়ারণ্য়' (Changthang Wildlife Sanctuary)-এর অন্তর্ভুক্ত হবে ৷ সরকারের আশা, এর ফলে ভারতীয় পর্যটনের একটি সম্পূর্ণ নতুন দিক খুলে যাবে ৷ যাকে বলা হচ্ছে, 'মহাকাশ পর্যটন' (Astro Tourism) ৷ পর্যটকরা যাতে এখান থেকে মহাকাশে চোখ রাখতে পারেন, তার জন্য এই সংরক্ষিত এলাকায় অত্য়াধুনিক মানের টেলিস্কোপ বসানো হবে ৷ বস্তুত, এই ধরনের কোনও যন্ত্র রাখার ক্ষেত্রে এটিই হবে ভারতের সর্বোচ্চ স্থান ৷