পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন! আতঙ্কিত যাত্রীরা

Fire Breaks at Jan Shatabdi Express: ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন আতঙ্ক ৷ কটক স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেস থামার পরেই আগুন নজরে আসে ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

Etv Bharat
ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন আতঙ্ক

By ANI

Published : Dec 7, 2023, 9:38 AM IST

Updated : Dec 7, 2023, 10:10 AM IST

জনশতাব্দী এক্সপ্রেসে আগুন!

ভুবনেশ্বর, 7 ডিসেম্বর: আগুন আতঙ্ক ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কটক স্টেশনে ৷ জানা গিয়েছে, ট্রেনের একটি কোচের নীচে চাকার কাছে আচমকাই আগুন বেরোতে থাকে ৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ খবর দেওয়া হয় উচ্চপদস্থ রেল আধিকারিক ও দমকলকে ৷ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মী-সহ রেলের আধিকারিকরা ৷ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ কটক স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেস থামার পরেই আগুন নজরে আসে ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ সাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ৷

রেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কটক স্টেশনে পৌঁছয় জনশতাব্দী এক্সপ্রেস ৷ সেই সময় বেশ কিছু যাত্রী একটি কোচের নীচে ট্রেনের চাকার কাছে আগুন দেখতে পান ৷ সময় নষ্ট না করে, খবর দেওয়া হয় দমকল বাহিনী ও রেল আধিকারিকদের ৷ দমকল এসে আগুন আয়ত্তে আনে ৷ যাত্রীদের সতর্ক করা হয় ৷ তবে আগুন খুব বড় না হওয়ায় 45 মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ ট্রেনটি ভুবনেশ্বর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ৷ কোনও রকম যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুন লেগেছে জানিয়েছেন রেল আধিকারিকরা ৷ আগুন নিয়ন্ত্রণে আসতেই ফের জনশতাব্দী এক্সপ্রেস গন্তব্যের দিকে যাত্রা শুরু করে ৷

গত জুন মাসেও বহরমপুর স্টেশনে সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসে আগুন লাগে ৷ বি5 কম্পার্টমেন্টে আগুন লাগার ঘটনা সামনে আসে ৷ কোচের ভিতর ধোঁয়ায় ভরে যাওয়ায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ সকলকেই সুরক্ষিত ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় ৷ তদন্তের পর জানা যায়, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল ৷ বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার আতঙ্ক এখনও মুছে যায়নি মানুষের মন থেকে ৷ তারমধ্যেই বারবার ট্রেন দুর্ঘনটার খবর সামনে আসছে ৷ কখনও ট্রেন লাইনচ্যুত হচ্ছে আবার কখনও আগুন আতঙ্ক দেখ দিচ্ছে ৷ ফলে ট্রেনে জার্নিকে ঘিরে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে ৷

Last Updated : Dec 7, 2023, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details