মুম্বই, 18 এপ্রিল: ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের মান্ডালা এলাকায় ৷ মঙ্গল ভোর 3টের সময় পূর্ব মুম্বইয়ের এই অঞ্চলের এই গোডাউনে ৷ ভাঙাচোরা, অব্যবহার্য জিনিসপত্র ফেলা হয় এখানে৷ আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে ৷ তেলের ড্রাম এবং প্লাস্টিকে আগুন লেগে তা আরও বিধ্বংসী রূপ নেয়৷ জানা গিয়েছে, প্রথমে মানখুর্দ এলাকায় আগুন লেগেছিল ৷ খবর পাওয়া মাত্র দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়৷ আগুন নিয়ন্ত্রণে আনার তোড়জোড় শুরু হয় ৷ কী করে এরকম একটি জায়গায় আগুন লাগল, তা অবশ্য জানা যায়নি৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনও আগুন নেভানোর কাজ চলছে৷ তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷
এই গোডাউনটি ঘাটকোপার-মানখুর্দ লিঙ্ক রোডে অবস্থিত ৷ অন্ততপক্ষে দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে৷ সূত্রে জানা গিয়েছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ মুম্বই দমকল বাহিনী জানিয়েছে, ভাঙ্গর কম্পাউন্ডের এই আগুন লেভেল 3 পর্যায়ের ৷ দমকল বাহিনী আরও জানায়, ভোর 3টে নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে ৷