নয়াদিল্লি, 29 মে:নয়া সংসদ ভবন উদ্বোধনের দিনই রাজধানীর রাজপথে 'সোনার' মেয়েদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার ছবি দেখেছে দেশ ।দিল্লি পুলিশ ও সিআরপিএফের আধিকারিকরা এই আচরণের প্রতিবাদে সরব বিভিন্ন মহল। আর তার কয়েক ঘণ্টা বাদেই রাতে দেশকে পদক এনে দেওয়া ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের বিরুদ্ধে দাঙ্গা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি আন্দোলনকারী কুস্তিগীরদের অভিযোগ, তাঁদের চরিত্রহননেও নেমে পড়েছে গেরুয়া শিবিরের কুখ্যাত আইটি সেল। সঙ্গীতা ও ভিনেশ ফোগতদের ছবি বিকৃত করে টুইটার-সহ সোশাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তাঁদের দাবি।
গতকাল নয়া সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাতে বিঘ্ন না-ঘটে তার জন্য অতিতৎপরতা দেখিয়েছে দিল্লি পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ, র্যাফ-সহ আধা সামরিক বাহিনী। যন্তর-মন্তর থেকে সংসদ ভবনের দিকে এগোনোর মুখেই কার্যত পদকজয়ী কুস্তিগীরদের ওপরে ঝাঁপিয়ে পড়েন উর্দিধারীরা। তারপরই কার্যত অপরাধীর মতো টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় সাক্ষী মালিক-ভিনেশ ফোগত-বজরং পুনিয়াদের। এর কয়েক ঘণ্টা বাদে ছেড়ে দেওয়া হয়।