চিতোরগড়(রাজস্থান), 30 এপ্রিল: কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের হল । মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে রাবণ বলায় রাজস্থানের চিতোরগড়ে শনিবার এই অভিযোগটি দায়ের হয়। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দু'দিন আগে একটি জনসমাবেশ থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে 'রাবণ' বলে আক্রমণ করেন মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷ তাঁর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই দায়ের হয়েছে অভিযোগ ৷ পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে । কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিধায়ক সুরেন্দ্র সিং জাদাওয়াতের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার চিতোরগড়ে বিজেপির 'জন আক্রোশ' সমাবেশে গজেন্দ্র সিং শেখাওয়াত অশোক গেহলটকে 'রাজস্থানের রাজনীতির রাবণ' হিসাবে বর্ণনা করেছিলেন ৷ সেখানকার জনগণকে রাজস্থানে রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য সংকল্প করতে বলেছিলেন তিনি । এই প্রসঙ্গে সুরেন্দ্র সিং জাদাওয়াত বলেন, "এমন অবমাননাকর ভাষা ব্যবহার করার জন্য আমি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি । তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে । মুখ্যমন্ত্রী গেহলত একজন গান্ধীবাদী নেতা । তিনবার রাজ্যের দায়িত্ব নিয়েছেন । এমন পরিস্থিতিতে করা এই মন্তব্যে হাজার হাজার কংগ্রেস কর্মী মানসিকভাবে আঘাত হয়েছেন।"