পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Husband-Wife Fire Fighting: বিরিয়ানি নিয়ে ঝগড়া, একে অপরকে আগুন ধরালেন স্বামী-স্ত্রী - আগুন

বিরিয়ানি খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া (Fight for Biriyani) ৷ আর সেই ঝগড়া এমন পর্যায়ে পৌঁছল, যে স্বামী প্রথমে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন ৷ পালটা জলন্ত অবস্থায় স্ত্রী ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরেন (Husband and Wife Set Each Other On Fire) ৷ ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে ৷

Fight for Biriyani Husband and Wife Set Each Other On Fire in Tamil Nadu
Fight for Biriyani Husband and Wife Set Each Other On Fire in Tamil Nadu

By

Published : Nov 9, 2022, 9:08 PM IST

কলকাতা, 9 নভেম্বর: বিরিয়ানি খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া (Fight for Biriyani) ৷ আর তার জেরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী ৷ আর তৎক্ষণাত স্ত্রী পালটা স্বামীকে জড়িয়ে ধরেন (Husband and Wife Set Each Other On Fire) ৷ এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ কিন্তু, চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আয়ানাভরমে (Husband-Wife Fire Fighting) ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, বছর 75 এর বৃদ্ধ করুণাকরণ এবং তাঁর স্ত্রী 66 বছরের পদ্মাবতী ৷ তাঁদের 4 সন্তান রয়েছে ৷ তবে, বিয়ের পর সকলে আলাদা থাকেন ৷ পুলিশ জানতে পেরেছে গত 7 নভেম্বর করুণাকরণ বিরিয়ানি কিনে একা খেয়ে নেন ৷ এর পর পদ্মাবতী স্বামীর কাছে বিরিয়ানি খেতে চান ৷ যা নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয় ৷ আর সেই ঝগড়ার মধ্যে করুণাকরণ পদ্মাবতীর গায়ে কেরোসনি ঢেলে আগুন ধরিয়ে দেন ৷ তখনই পদ্মাবতী স্বামীকে জড়িয়ে ধরেন ৷ ঘটনায় দু’জনেই অগ্নিদগ্ধ হন ৷

আরও পড়ুন:সমকামী সম্পর্কে টানাপোড়েন ! বান্ধবীর বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে 'রহস্য' মৃত্যু তরুণীর

জানা গিয়েছে, সন্তানদের থেকে দূরে থাকার কারণে বৃদ্ধ বয়সে মানসিক সমস্যায় ভুগছিলেন বৃদ্ধ করুণাকরণ এবং পদ্মাবতী ৷ এমনকি স্ত্রীর জন্য ঠিকমতো খাবারও কিনতেন না করুণাকরণ ৷ যা নিয়ে দু’জনের মধ্যে প্রায় অশান্তি হত ৷ এ দিনের ঘটনায় প্রতিবেশীরা বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং দু’জনের চিৎকার শুনতে পান ৷ তাঁরা ভিতরে প্রবেশ করে দেখেন স্বামী-স্ত্রী দু’জনে আগুনে জ্বলছেন ৷ তৎক্ষণাত জল ঢেলে আগুন নেভান তাঁরা এবং পুলিশে খবর দেন ৷ তবে, পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে শরীরের 50 শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details