পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন আতঙ্কে ট্রেন, বাসে ভিড় বাড়ছে পরিযায়ী শ্রমিকদের

লকডাউন আতঙ্কে বাড়ি ফিরে আসছেন অনেক পরিয়ায়ী শ্রমিক ৷ ভিড় বাড়ছে ট্রেন, বাস সহ বিভিন্ন গণপরিবহনে ৷ গতবারের পরিস্থিতি যাতে ফের ফিরে না আসে সেকারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অনেক শ্রমিক ৷

lockdown
বাড়ি ফিরছেন পরিয়ায়ীরা (ফাইল ফোটো)

By

Published : Apr 13, 2021, 1:49 PM IST

Updated : Apr 13, 2021, 2:01 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল : ফের চিন্তা বাড়াচ্ছে করোনা ৷ সংক্রামিত রোগীর সংখ্য়া দিন দিন বাড়ছে ৷ মহারাষ্ট্র, দিল্লি, কেরল সহ বেশ কয়েকটি রাজ্য়ের পরিস্থিতি উদ্বেগজনক ৷ সরকারি ভাবে এটিকে করোনার দ্বিতীয় ঢেউ না বলা হলেও অনেকেই মনে করছেন করোনার দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে দেশে ৷ যার ফল মারাত্মক হতে পারে ৷

বেশ কয়েকটি রাজ্য়ে ইতিমধ্য়ে নাইট কার্ফু জারি হলেও সম্পূর্ণ লকডাউনের রাস্তায় কোনও রাজ্য়ই এখনও হাঁটেনি ৷ তবুও আতঙ্ক গ্রাস করেছে ভিন রাজ্য়ের শ্রমিকদের ৷ এক বছর আগের চেনা ছবি ফিরে আসছে ৷ বাড়ি ফিরতে ভিড় বাড়ছে ট্রেন, বাস, বিমানে ৷

মহারাষ্ট্রের পরিস্থিত যে দিকে যাচ্ছে তাতে লকডাউন করা হবে কিনা তা নিয়ে বৈঠকে বসবে সরকার ৷ আগামীকাল সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ এতেই আরও আতঙ্ক বাড়ছে ভিনরাজ্য়ের শ্রমিকদের ৷

আরও পড়ুন- ফের লকডাউন হলে অসহনীয় হবে পরিস্থিতি, প্রকাশ আরবিআই নোটে

তাঁদের মধ্য়ে অনেকে জানিয়েছেন, লকডাউন হলে গতবছরের মতো পরিস্থিতি ফের তৈরি হতে পারে ৷ কাজ হারাতে পারেন তাঁরা ৷ নিজেদের খাবার জোগানো অসম্ভব হয়ে পড়বে ৷ তাই বাড়ি ফেরার পরিকল্পনা বলে জানিয়েছেন ৷ একই সুরে আবার অনেকে বলেছেন, পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে থাকেন তাঁরা ৷ কাজ না থাকলে সন্তানদের কী খাওয়াবেন সেই আতঙ্কেও অনেকে ফিরছেন ৷

বাড়ি ফেরার তাগিদে ভিড় রয়েছে দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রেলস্টেশনে ৷ এবিষয়ে পরিয়ায়ী শ্রমিকদের অনেকে বলেছেন, গতবছর বহু পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে, সাইকেলে করে বাড়ি ফিরেছেন ৷ এবার যাতে সেরকম পরিস্থিতির মধ্য়ে তাঁদের না পড়তে হয় সেকারণে এখন থেকেই ট্রেনে ফিরছেন তাঁরা ৷

যদিও তামিলনাড়ুর একদল শ্রমিকদের মুখে ভিন্ন সুর শোনা গেছে ৷ তাঁরা বলেছেন, বাড়ি ফিরবেন না ৷ কারণ এইসময় বাড়ি ফিরে যাওয়া একদম সঠিক সিদ্ধান্ত নয় ৷ সেকারণে তামিলনাড়ুতেই থাকবেন ৷

রেলের এক আধিকারিক এবিষয়ে জানিয়েছেন, অন্য়বার গ্রীষ্মের সময় বাড়ি ফেরার জন্য় ট্রেনে ভিড় থাকে ৷ কারণ এইসময় চাষ করতে বাড়ি ফেরেন ভিনরাজ্য়ের শ্রমিকরা ৷ কিন্তু এবার ভিড় একটু বেশিই লক্ষ্য় করা যাচ্ছে ৷ চাষ না থাকলেও অনেকে লকডাউনের আতঙ্কে বাড়ি ফিরতে চাইছেন ৷

দেশব্য়াপী লকডাউন হবে কিনা তার সিদ্ধান্ত এখনও হয়নি ৷ কেন্দ্র বা রাজ্য়, কোনও সরকারই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ৷ কিন্তু বিশেষজ্ঞদের মতে, লকডাউন আতঙ্ক তৈরি হচ্ছে ভিনরাজ্য়ের শ্রমিকদের মধ্য়ে ৷ গতবছরের মতো পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেকারণে আগে থেকেই বাড়ি ফিরতে তৎপর তাঁরা ৷

Last Updated : Apr 13, 2021, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details