পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Honour Killing: ভিনজাতের ছেলের সঙ্গে সম্পর্ক, মুখে বালিশ চাপা দিয়ে মেয়েকে খুন বাবার - Honour Killing

পরিবারের সম্মানরক্ষার্থে ছেলেকে সঙ্গে নিয়ে মেয়েকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (Father killed daughter) ৷ তদন্তে নেমে দুই অভিযুক্তকেই গ্রেফতার করল পুলিশ ৷

ETV Bharat
ধৃত বাবা ও ছেলে

By

Published : Jan 12, 2023, 10:59 PM IST

সম্ভল (উত্তরপ্রদেশ), 12 জানুয়ারি: অনার কিলিং উত্তরপ্রদেশে (Honour Killing in Uttar Pradesh) ৷ ভিনজাতের ছেলের সঙ্গে সম্পর্কের জেরে খুন ৷ ছেলেকে সঙ্গে নিয়ে বাবা খুন করলেন তার আগের পক্ষের মেয়েকে (Father killed daughter in Uttarpradesh) ৷ উত্তরপ্রদেশের সম্ভল জেলার অন্তর্গত দারাপুর গ্রামের ঘটনা (Murder in Uttarpradesh) ৷ অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ৷

অভিযুক্তরা প্রথমেই পুলিশের দৃষ্টি ঘোরাতে নিজেরাই থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায় ৷ সেখানে তাঁরা লেখে তাঁদের মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে ৷ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করার পর তা ময়নাতদন্তে পাঠানো হয়৷ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ জানতে পারে এটি আত্মহত্যা নয়, খুন ৷ এরপর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা মেয়েকে খুনের কথা স্বীকার করেন ৷

আরও পড়ুন :পাওনা টাকা ফেরত চাওয়ায় জেঠিমাকে গলা টিপে খুন, ধৃত গৃহশিক্ষক

এই বিষয়ে পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, "10 জানুয়ারি দারাপুর গ্রামের বাসিন্দা শাহিদ হুসেন থানায় লিখিত অভিযোগ জানান যে তাঁর মেয়ে আসরাবি বিষ খেয়ে আত্মহত্যা করেছে ৷ এই ঘটনা জানার পর পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷" তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যায় মেয়েটিকে খুন করা হয়েছে ৷ এরপরই এই খুনের পিছনে পরিবারের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা যায় ৷ তদন্তের সময় পুলিশ জানতে পারে মৃত আসরাবির সঙ্গে শেহজাদ নামে একটি ছেলের সম্পর্ক ছিল ৷ যে ছিল অন্য জাতের ৷

আসরাবিকে এই সম্পর্ক শেষ করার কথা বলেছিলেন বাবা শাহিদ ৷ কিন্তু তারপরও লুকিয়ে শেহজাদের সঙ্গে দেখা করত আসরাবি ৷ এই ঘটনার কথা জানতে পেরেই ছেলে শাহনাওয়াজকে সঙ্গে নিয়ে মুখে বালিশ চাপা দিয়ে আসরাবিকে হত্যা করেন বাবা শাহিদ ৷

আরও পড়ুন :অনলাইন গেম খেলে 15 লক্ষ ধার, মেয়েকে খুন করে আত্মঘাতী রেলকর্মী

ABOUT THE AUTHOR

...view details