পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Girls Beaten with Iron Pipes: লোহার পাইপ দিয়ে মেয়েদের দিনের পর দিন মারধর ! গ্রেফতার বাবা

শিশুদের ওপর অত্যাচারের অভিযোগে গ্রেফতার বাবা ও আত্মীয় ৷ লোহার পাইপ দিয়ে দিনের পর দিন তাদের মারধর করা হত বলে অভিযোগ ৷

Girls Beaten by father
লোহার পাইপ দিয়ে মেয়েদের মারধর

By

Published : May 3, 2023, 10:00 PM IST

ইদুক্কি (কেরল), 3 মে: লোহার পাইপ দিয়ে দুই মেয়েকে মারধরের অভিযোগে বাবা ও তার আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে কেরলের ইদুক্কি জেলার নেদুমকন্দমে । সাত ও পাঁচ বছর বয়স মেয়ে দুটির ৷ ওই শিশু দুটিকে তাদের বাবা ও আত্মীয় মিলে দিনের পর দিন মারধর করেছে বলে অভিযোগ । এলাকার বাসিন্দারা স্থানীয় আশাকর্মীকে বিষয়টি জানান ৷ বাসিন্দারা জানান, রাতে একটানা বাচ্চাদের কান্না শুনতে পাচ্ছেন তারা । এর পরিপ্রেক্ষিতে আশাকর্মী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (পিএইচসি) অবহিত করেন ৷ এরপর স্বাস্থ্যকর্মীরা ছদ্মবেশে নির্যাতিতা শিশুদের বাড়িতে গিয়ে বিষয়টি যাচাই করা হয় ।

তারপরেই শিশুদের শরীরে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে । পাঁচ বছরের শিশুটির শরীরে 10টিরও বেশি কাটা ও আঘাতের চিহ্ন পাওয়া যায় । সাত বছরের শিশুটির শরীরে 14টি ক্ষত রয়েছে বলে খবর । স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মারধরের চিহ্ন দেখতে পেয়ে নেদুমকন্দম পুলিশকে খবর দেন । পরে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তে বাবা ও আত্মীয়কে গ্রেফতার করে । এরপর শিশুদের নেদুমকন্দমের হাসপাতালে ভরতি করা হয় । চাইল্ডলাইন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

স্থানীয় বাসিন্দারা আধিকারিকদের জানান, অনেক দিন ধরে বাড়ি থেকে একটানা বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল । শিশুদের মারধর করার কথা জানতে পাড়ায় বাসিন্দাদের কেউ কেউ অভিযুক্তদের বাধা দেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি । দীর্ঘ সময় ধরে শিশুদের চিৎকার চলতে থাকায় বিষয়টি এলাকার আশাকর্মীর কাছে জানায় তারা । এরপরেই পুরো ঘটনাটি সামনে আসে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ৷ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ৷ পুলিশ ও চাইল্ড লাইনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:শত্রুতার জের, আঠা দিয়ে কিশোরের কান ও আঙুল জুড়ে দিল দুষ্কৃতীরা

ABOUT THE AUTHOR

...view details