শ্রীনগর, 5 অগস্ট: জম্মু-কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী 370 ধারা বাতিলের বিরোধিতা করায় জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার খবর মিলেছে (Farooq Abdullah and Mehbooba Mufti) ৷ যদিও খবরের সত্যতা অস্বীকার করেছে শ্রীনগর পুলিশ ৷
2019 সালের 5 অগস্ট কেন্দ্র বাতিল করে দিয়েছিল জম্মু-কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের 370 ধারা ৷ শুক্রবার এই ঘটনার তিন বছরপূর্তি হল ৷ সম্প্রতি এক বৈঠকে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন ৷ সূত্রের খবর, সেই বৈঠকে ফারুখ আবদুল্লা বলেন, "2019 সালের 5 অগস্ট বেআইনিভাবে, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কায়দায় আমাদের থেকে যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাব ৷ "