দিল্লি, 24 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে 100 কিলোমিটার ট্রাক্টর ব়়্যালি করবে বলে জানালেন কৃষকরা । ইতিমধ্যেই দিল্লি পুলিশের থেকে অনুমতি মিলেছে বলে দাবি করেছে তারা ।
কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লি পুলিশকেই সিদ্ধান্ত নিতে বলেছিল সুপ্রিম কোর্ট ৷ কিন্তু মিছিলের অনুমতি দেবে না বলে স্পষ্ট জানিয়েছিল দিল্লি পুলিশ ৷ কৃষকরাও তাদের সিদ্ধান্তে অনড় ছিল ৷ এনিয়ে গতকাল কৃষক সংগঠন ও পুলিশের মধ্যে বৈঠক হয় ৷ কৃষক নেতাদের দাবি, বৈঠকে ট্রাক্টর মিছিলের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ ৷
বৈঠকের পর কৃষক নেতা অভিমন্যু কোনার বলেন, গাজিপুর, সিঙ্ঘু এবং তিরকি বর্ডার থেকে শুরু হবে মিছিল ৷ দিল্লিতে 100 কিলোমিটার ট্রাক্টর মিছিলের পরিকল্পনা করছেন তাঁরা ৷ কৃষক নেতা দর্শন পালের দাবি, 26 জানুয়ারি দিল্লি বর্ডার পয়েন্ট থেকে ব্যারিকেড তুলে নেবে পুলিশ ৷ রাজধানীতে ঢোকার পরই মিছিল শুরু করবেন তাঁরা ৷