পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Farmer Protest: কৃষক আন্দোলন স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা পঞ্জাবের আপ সরকারের

2020-র মাঝ থেকে 2021-এর শেষ, প্রায় দেড় বছর ধরে কৃষি আইনের (Farm Laws) বিরুদ্ধে আন্দোলন চালিয়েছেন কৃষকরা (Farmers Movement) ৷ পরে কেন্দ্রের তরফে এই আইন প্রত্যাহার করে নেওয়া হয় ৷ সেই আন্দোলন এবার স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে চাইছে পঞ্জাবের আপ সরকার (Punjab Government) ৷

Farmer Protest
কৃষক আন্দোলন

By

Published : Dec 29, 2022, 4:08 PM IST

চণ্ডীগড়, 29 ডিসেম্বর: সাম্প্রতিক সময়ে ভারতে সবচেয়ে বড় আন্দোলন করেছেন কৃষকরা (Farmers Movement) ৷ যে আন্দোলনকে সফলও বলা চলে ৷ কারণ, ওই আন্দোলনের জেরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তাঁর সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন (Farm Laws) বাতিলের কথা ঘোষণা করেন ৷ এবার কৃষকদের সেই আন্দোলনের কথা স্কুলের পাঠ্যসূচিতে জায়গা পেতে পারে ৷ অন্তত এমনই পরিকল্পনা করছে পঞ্জাব সরকার (Punjab Government) ৷

চলতি বছরের গোড়ায় পঞ্জাবে বিধানসভা নির্বাচন হয় ৷ সেই নির্বাচনে জয়ী হয়ে সেখানে সরকার গড়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party) ৷ ওই সরকারের শিক্ষামন্ত্রী হরজ্য়োত সিং বেন্স ৷ তিনিই সম্প্রতি এই বিষয়ে জানিয়েছেন ৷ তাঁর দাবি, বিষয়টি এখন পঞ্জাবের স্কুল শিক্ষা বোর্ডের (Punjab School Education Board) বিবেচনার অধীনে রয়েছে ৷

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল বিজেপির (BJP) বিরোধী ৷ তাই কৃষকদের আন্দোলনের সময় তারা আন্দোলনকারীদের পাশেই ছিল ৷ সেক্ষেত্রে এই বিষয়টি তারা পাঠ্যসূচিতে আনতে চাইবে, সেটাই স্বাভাবিক ৷ বিশেষ করে পঞ্জাব কৃষি প্রধান রাজ্য ৷ সেখানকার কৃষকরাও এই আন্দোলনের পক্ষে ছিলেন ৷ তাই সেই কৃষকদের সমর্থন আরও জোরদার করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ অন্তত শিক্ষামন্ত্রীর বক্তব্যে সেই ইঙ্গিত রয়েছে ৷ তিনি বলেছেন, ‘‘কিষান আন্দোলন বর্তমান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ।’’

তবে পঞ্জাবের শিক্ষক ইউনিয়নগুলিও এই আন্দোলনকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে । তাদের বক্তব্য, কৃষক আন্দোলনের কথা পড়ে শিশুরা তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে জানতে পারবে । একই মত পোষণ করেন পঞ্জাবের শিক্ষামন্ত্রীও ৷ তাঁর কথায়, এটি পড়ার পর শিশুরা জানতে পারবে যে কীভাবে দেশের মানুষ সরকারের কৃষক বিরোধী নীতির মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়েছিল এবং এই আন্দোলনের কারণে কেন্দ্র কীভাবে তিনটি কৃষি আইন প্রত্যাহার করেছিল ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) তিনটি নতুন কৃষক আইনের বিষয়টি সামনে আসে 2020 সালের 5 জুন ৷ সেদিনই এই বিষয়টি কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷ ওই বছর সেপ্টেম্বরে লোকসভা ও রাজ্যসভায় বিল পাস করানো হয় ৷ তার পরই আন্দোলন শুরু করেন কৃষক ৷ দিল্লি লাগোয়া তিনটি রাজ্যের সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা ৷ তার মধ্যেই অবশ্য বিলে সই করে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেটাকে আইনে পরিণত করেন ৷

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করে কেন্দ্রীয় সরকার৷ জল গড়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ তিনটি আইনের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত ৷ একটি কমিটিও গঠন করে দেওয়া হয় ৷ এই আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ায় বিরোধীরা ৷ ক্রমাগত মোদি সরকারকে তোপ দাগতে শুরু করে বিরোধীরা ৷

আন্দোলন বেশ কয়েকবার হিংসাত্মক হয়ে ওঠে৷ 2021 সালের 26 জানুয়ারি দিল্লিতে এই নিয়ে ব্যাপক গোলমাল হয় ৷ লালকেল্লায় জাতীয় পতাকা খুলে দেওয়ার অভিযোগ ওঠে ৷ দেশবিরোধী শক্তির এই আন্দোলনের সঙ্গে যোগ রয়েছে বলেও বিজেপির তরফে দাবি করা হয় ৷ অবশেষে এত বিতর্কের 2021 সালের 19 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন যে তাঁর সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে ৷

আরও পড়ুন:আজই কৃষি আইন বাতিলের প্রস্তাবে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার ?

ABOUT THE AUTHOR

...view details