মান্ডি, 18 জুলাই:বাজারে একসময়ে অবহেলায় অনাদরে পড়ে থাকা টমেটো বর্তমানে মহার্ঘ ৷ প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে টমেটোর দাম ৷ দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে টমেটোর দাম ৷ কোথাও 150 টাকা কেজি, কোথাও 200 টাকা কেজি আবার কোথাও 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো ৷ দামের ঠেলায় আমআমির হেঁশেল থেকে রোঁস্তোরা রান্নাঘর, বার্গার সব জায়গা থেকেই উধাও হয়ে গিয়েছে টমেটো ৷ তবে একেই বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ ৷ টমেটোর আগুন ছোঁয়া মূল্য বৃদ্ধিতে অবশ্য় কৃষকরা যে লাভবান হয়েছেন তা বলার অপেক্ষা রাখেনা ৷ এই মরশুমে টমেটো বিক্রি করে 1 কোটি 10 লক্ষ টাকা আয় করেছেন হিমাচল প্রদেশেরল মান্ডি এলাকার এক কৃষক জয়রাম ৷
হিমাচল প্রদেশের মান্ডি এলাকার বলহ (Balh vally) উপত্যকার কৃষক জয়রাম কোটিপতি হয়ে গিয়েছেন শুধু টমেটো চাষ করে ৷ কীভাবে? 67 বছর বয়সী জয়রাম সাইনি বলেন, "তিনি বিগত পাঁচ দশক ধরে টমেটো চাষ করছেন, কিন্তু এবার বাজারে তিনি টমেটোর যে দাম পেয়েছেন তা আগে কখনও পাননি ৷ চলতি মরশুমে 8 হাজার 300 ক্রেট টমেটো বিক্রি করেছেন ৷ যারক মূল্য 1 কোটি 10লক্ষ টাকা ৷ এই কৃষকের দুই ছেলে সতীশ এবং মনিশ ৷ সতীশ স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক ৷ তবে তাঁরা দু‘জনেই চাষের কাজে সাহায্য করেন তাদের বাবাকে ৷ সতীশ এই বছর টমেটোগুলি দিল্লির আজাদপুর মান্ডিতে পাঠানোর ব্যবস্থা করেছিলেন ৷ সেখান থেকেই বিপুল পরিমাণ আয় বলে জানান সতীশ ৷
আরও পড়ুন :51 কেজি মহার্ঘ টমেটো নিবেদন, তাজ্জব মন্দিরের অন্যান্য ভক্তরা