পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিবিআই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে পরমবীর

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং ৷ মূলত সিবিআই তদন্ত চেয়ে এবং তাঁর বদলিতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন তিনি ৷

parambir
পরমবীর সিং

By

Published : Mar 22, 2021, 6:57 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ : এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং ৷ অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছেন তিনি ৷

সুপ্রিম কোর্টে করা মামলায় পরমবীর বলেছেন, তাঁর লেখা চিঠিতে উল্লেখ করা সমস্ত অভিযোগ তদন্ত করুক সিবিআই ৷ পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক ৷ এবং কোনও পক্ষ না নিয়ে পুরো ঘটনাটির স্বচ্ছ তদন্ত করা হোক ৷ পাশাপাশি তাঁর বদলিতে স্থগিতাদেশ দেওয়ার জন্য়ও আবেদন করেছেন ৷ উল্লেখ্য়, আজই মুম্বই পুলিশের হোমগার্ডের ডিজি পদে যোগ দিয়েছেন পরমবীর ৷

আরও পড়ুন- মহারাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ পরমবীর সিংয়ের

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে 100 কোটি টাকা তোলাবাজির অভিযোগ এনেছেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং ৷ তাঁকে, আম্বানির বাসভবনের সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনার তদন্তে গাফিলতির জন্য় কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কয়েকদিন আগে ৷ এদিকে অনিল দেশমুখের বিষয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হনব এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পরমবীর চিঠিতে উল্লেখ করেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাঁকে কয়েকজন পুলিশ আধাকারিক জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের কাছ থেকে তাঁদের কাছে বিশেষ কয়েকটি নির্দেশ এসেছে ৷ কিন্তু ফেব্রুয়ারি মাসের 5 থেকে 15 তারিখ পর্যন্ত করোনা আক্রান্ত ছিলেন অনিল এবং 15 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তিনি কোয়ারেন্টিনে ছিলেন ৷ "

এরপরেই তিনি বলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনা থেকে নজর ঘোরাতেই অসত্য় অভিযোগ আনা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details