পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 20th June : সপ্তাহের প্রথম দিন কেমন যাবে ? জানতে দেখুন রাশিফল - ইটিভি ভারত রাশিফলে জানুন কেমন কাটবে আজকের দিন

আজ কেউ প্রেমে পড়বেন আবার অনেকে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন ৷ আবার আর্থিক দিক থেকে লাভবান হবেন অনেকে ৷ কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 20th June) ৷

ETV Bharat Horoscope
সপ্তাহের প্রথম দিন কেমন যাবে জানতে দেখুন রাশিফল

By

Published : Jun 20, 2022, 12:01 AM IST

মেষ

মেষ : প্রেমের সম্পর্ক প্রস্ফুটিত হতে পারে । আপনার সুন্দর, আকর্ষণীয়, কমনীয় ব্যবহার আপনার প্রেমিক-প্রেমিকাকে আকর্ষণ করবে ৷ অন্যদিকে, আজ আপনি মাথা খাটিয়ে অর্থ ব্যবহার করবেন । লগ্নি করার বিষয়ে বা আর্থিক পরিকল্পনার ব্যাপারে আপনার বন্ধুর গাইডলাইন অত্যন্ত কার্যকরী হবে । সামগ্রিকভাবে, দিনটি লাভজনক এবং উন্নতিমূলক । আপনার স্বাস্থ্য আজ ভাল থাকবে এবং আপনি আজকের দিনটা উপভোগ করবেন ৷

বৃষ

বৃষ : যদিও আপনি আপনার সঙ্গীকে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন না , তবুও আপনি সঙ্গীকে বোঝাতে পারবেন যে আপনি তাকে কোনওরকম কষ্ট দিতে চান না । সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে কিন্তু আপনাকে ধৈর্য্য ধরতে হবে । এর ফলে নেতিবাচক চিন্তাধারাগুলো ইতিবাচকে পরিণত হবে । আজ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব থাকায় যথেষ্ট চাপ থাকবে কাজের । অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আছে ।

মিথুন

মিথুন : আজকের দিনটা পরিবারের সদস্যদের সঙ্গে এবং প্রিয় মানুষের সঙ্গে চমৎকার কাটবে । আজ আপনি নতুন উদ্ভাবনী চিন্তায় পরিপূর্ণ থাকবেন কিন্তু তার বাস্তব প্রয়োগ করবেন অন্য কাজে । আপনি জীবনকে হৃদয় দিয়ে উপভোগ করতে চান ৷ আপনি যুক্তিপূর্ণভাবে সমস্ত বিষয় সমাধান করবেন ।

কর্কট

কর্কট : আপনার আজ নিজের সঙ্গী বা সঙ্গীনির থেকে সমাদর পাওয়ার ইচ্ছে হবে । এমনকী তাঁদের সঙ্গে একটি সংক্ষিপ্ত কথোপকথনও আপনাকে পরিতৃপ্ত করবে । আপনার সঙ্গীর সঙ্গে আবেগপূর্ণ সম্পর্ক রক্ষা করতে আপনার খুব একটা সমস্যা হবে না যদি আপনি তার কাছ থেকে মানসিক সহায়তা পান । কর্মক্ষেত্রে, এরকম হতে পারে যে অন্য কেউ আপনার দায়িত্ব পরিচালনা করতে পারেন, কিন্তু তাতে আপনার নিরাপত্তাহীনতায় ভোগার কোনও কারণ নেই । নিজেকে প্রমাণ করার জন্য আপনি খুব দ্রুত প্রাত্যহিক কাজ সম্পাদন করবেন ।

সিংহ

সিংহ : নিজের মাথা খুব ঠান্ডা রাখার চেষ্টা করুন ৷ বিশেষত যখন নিজের সঙ্গীর সঙ্গে সময় কাটাবেন । আপনার প্রেমের সম্পর্ককে আপনি যতটা সম্ভব মসৃণ রাখার চেষ্টা করবেন । আপনি যদি আপনার সঙ্গীকে বুঝতে পারেন এবং সেই অনুসারে কাজ করেন তাহলে সবকিছু শান্তিপূর্ণ থাকবে । কাজ অনুসারে, পেশাগত জগত নিয়ে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে । আজ আপনাকে অন্যদের সমস্যা এবং চাহিদা বুঝতে হবে । আপনার সহকর্মীদের নিকট কোনওপ্রকার সহযোগিতা না পাওয়ায় আপনার ভাল লাগবে না ৷

কন্যা

কন্যা : আপনার প্রেম জীবনে, আপনি মন খুলে কথা বলার জন্য সঠিক শব্দচয়ন করবেন ৷ তাহলেই আপনার প্রেমাস্পদকে আপনি প্রভাবিত করতে পারবেন । আপনার যুক্তিপূর্ণ কথাবার্তা প্রাথমিকভাবে তাদের সন্তুষ্ট করতে না পারলেও, অবশেষে বোঝাতে সক্ষম হবেন । এখন আপনার কাজ নতুন করে নির্ধারণ করতে হবে এবং নতুন পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে, নয়ত আপনি অত্যন্ত পিছিয়ে পড়বেন । আপনার কাজ সঠিক পথে এগোনোর জন্য আপনি আরও যুক্তিপূর্ণ এবং সুবিন্যস্ত থাকবেন ।

তুলা

তুলা : আজ আপনি নিজের উদ্ভাবনী দক্ষতার পরিচয় দিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবেন । আপনি একটি নতুন রোম্যান্টিক সময় পেতে চলেছেন । প্রাত্যহিক কাজগুলি আজকে পড়ে থাকতে পারে ৷ হঠাৎ করে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব এসে পড়তে পারে । নিজের কেরিয়ার সম্পর্কিত চিন্তাভাবনার জট পরিষ্কার করা দরকার এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির করা প্রয়োজন । এই সময়ে নিজের দক্ষতাকে ঘষে মেজে ক্ষুরধার করে তুলুন এবং নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে নতুন করে শুরু করুন ।

বৃশ্চিক

বৃশ্চিক : আপনাকে সারাদিন খুব শান্ত থাকতে হবে । আপনি আজকের সন্ধ্যেটা বাড়ির প্রিয়জনদের সঙ্গে আনন্দ করে কাটাতে চাইবেন । এই সময় আপনার সঙ্গীকে প্রেম নিবেদনের জন্য একদম সঠিক । আপনার একগুঁয়ে স্বভাব আপনাকে সমস্যায় ফেলবে তাই আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে কর্মক্ষেত্রে নিজেকে সন্দিগ্ধ রাখতে । আপনার নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে কারণ আপনার সহকর্মীরা অহেতুক আপনার বিরোধিতা করবে আজ ।

ধনু

ধনু : আপনি ও আপনার সঙ্গী একে অপরের ব্যাপারে নতুন নতুন জিনিস আবিষ্কার করায় আপনাদের সম্পর্কের বন্ধন আরও বৈশিষ্ট্যপূর্ণ হতে পারে । আপনারা হাসিখুশি ও উদ্যমী থাকায় একে অপরের আরও কাছাকাছি আসতে পারেন । ভ্রমণের সম্ভাবনা আছে আজ । আপনি কিছু ভাল গ্রাহক পেতে পারেন, যদিও তার জন্য আপনার পকেটে চাপ পড়তে পারে । জরুরি কাজকর্মের জন্য আপনি হয়ত কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন । নানারকম কাজ করার জন্য দিনের শেষে আপনি হয়ত ক্লান্ত হয়ে পড়বেন । সারাদিনের ধকল কাটাতে বই পড়া সেরা উপায় হয়ে উঠতে পারে ।

মকর

মকর : আপনার পেশাগত জীবনে, আপনি উপলব্ধি করতে পারবেন একসঙ্গে কাজ করার গুরুত্ব । প্রেমের ক্ষেত্রে একটা সুসময় আপনার জন্য অপেক্ষা করছে । আপনি চ্যালেঞ্জ নিতে ভয় পান না ৷ দীর্ঘমেয়াদী কাজগুলিকে সুনিশ্চিত করবেন । একাধিক কর্মকুশলতার সামর্থ্য আপনার পেশাগত জীবনে সবথেকে সুস্পষ্ট বৈশিষ্ট্য হয়ে উঠবে । আপনার হিতবাদী মনোভাব আপনাকে দক্ষভাবে সব কিছু সঠিক সময়ের নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে । আপনি অন্যদের হাতে দায়িত্ব তুলে দেবেন ৷ পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রোজেক্ট নিয়ে কাজ করবেন । এই দিনটিতে যুগ্মভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ।

কুম্ভ

কুম্ভ : আপনি আপনার স্ত্রীকে কোনও উপহার দিয়ে চমকে দিতে পারেন আজ । আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার আজকের সন্ধ্যেটা হাসি-ঠাট্টায় ভরে উঠবে । আপনার সুন্দর ব্যবহার আপনার প্রিয়তমকে আকৃষ্ট করবে ৷ তবে আপনাকে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ককে সুনিশ্চিত করতে হবে । আপনি বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাবেন একটি সুন্দর প্রেমময় সম্পর্কের দিকে । আপনার সময় পালটাচ্ছে । আপনার কেরিয়ারে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছিল আপনাকে সেগুলো কমতে শুরু করবে । আপনি এখন নিজের কেরিয়ারে সঠিক কী চান তা স্পষ্টভাবে বুঝতে পারবেন ।

মীন

মীন : আপনি যদি সিঙ্গেল হন, তাহলে বিশেষ কারওর সঙ্গে আজ আপনার দেখা হতে পারে । সম্পর্কে থাকা প্রেমিক-প্রেমিকারা নিজেদের বিচ্ছিন্ন মনে করতে পারেন ৷ তবে পরে সবকিছু ঠিক করে ফেলবে ৷ কর্মক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় আজ একটু পিছিয়ে থাকবেন । আপনার মনে একসঙ্গে অনেক চিন্তার উদয় হবে । সমতা ফিরিয়ে আনার জন্য কোনও খেলার সঙ্গে যুক্ত হয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন । আপনি অন্যদেরকে বোঝাতে চাইবেন যে কী করে একতা রক্ষা করতে হয় । আপনার নিয়মানুবর্তিতা এবং অনুপ্রেরণা অন্যান্য মানুষজনকে অনুপ্রাণিত করবে ।

ABOUT THE AUTHOR

...view details