পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 20th February: প্রিয়জনের সঙ্গে আনন্দে ভাসবে মেষ, বাকিদের ভাগ্য নিয়ে কী বলছে রাশিফল ? - বৃষ

কেউ কঠোর পরিশ্রম করেও অনেক দেরিতে ফল পান আবার অনেকে সহজেই উন্নতির শিখরে পৌঁছে যান ৷ শুভকাজ শুরুর আগে আপনার রাশিতে গ্রহের অবস্থান ও আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (ETV Bharat Horoscope for 20th Feb) ৷

Etv Bharat Horoscope
রাশিফল

By

Published : Feb 20, 2023, 12:01 AM IST

মেষ

মেষ: আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন ৷ তিনিও বন্ধুত্বপূর্ণ মেজাজেই থাকবেন ৷ আজ আপনার সব ঋণ শোধ করে দেওয়ার সঠিক সময় । কোনও বন্ধুকে আর্থিকভাবে সাহায্য করার জন্য ভালো সময় । টাকা-পয়সার ব্যাপারে আপনি বেশি বিচার-বিবেচনা করতে পারবেন না ৷ তবে বিচারবুদ্ধি একেবারে হারিয়েও ফেলবেন না । আপনি একই সঙ্গে অনেক বেশি জিনিসের প্রতি মনোযোগ দিচ্ছেন । বাকি পড়ে থাকা কাজ শেষ করতে প্রচুর পরিশ্রম করতে হতে পারে ।

বৃষ

বৃষ: পেশাগত জীবনে উন্নতিতে খুশি হবেন আপনার সঙ্গী । প্রিয়তম মানুষকে খুশি করতে তাঁর সঙ্গে কিছু কোয়ালিটি টিইম কাটালে আপনারা দু‘জনে একে অপরের আরও কাছাকাছি আসতে পারবেন । আর্থিক বিষয় সামলানোর ক্ষেত্রেও আপনি হয়ত নিজের দক্ষতা দেখাবেন । আপনাকে কেউ ঠকাতে পারবে না । তবে, কোনও রকম আকর্ষণীয় লাভজনক প্রস্তাব গ্রহণ করার আগে তা নিয়ে দুবার ভাবুন । সৃজনশীল চিন্তা-ভাবনার জন্য পেশাগত ক্ষেত্রে আপনার সাফল্য পাওয়ার খুব সম্ভাবনা আছে । বাকি থাকা কাজগুলি শেষ করা এবং সমস্ত বাধা-বিপত্তি দক্ষ হাতে মোকাবিলা করতে পারবেন ৷

মিথুন

মিথুন: প্রকৃতির সৌন্দর্য্যের মাঝে আপনার প্রিয়তমের সান্নিধ্য উপভোগ করার সম্ভাবনা আছে । বন্ধুবান্ধব ও সঙ্গীদের সান্নিধ্যে আপনি প্রবল আনন্দ পেতে পারেন । নতুন চিন্তা-ভাবনা প্রয়োগ করার জন্য ঠিক সময় নয় । কোনও দূর জায়গায় বেড়াতে যাওয়া বা নিজেকে গ্রুমিং করার ফলে আপনার উদ্যম বৃদ্ধি পাবে ৷ জীবনকে খোশমেজাজে উপভোগ করতে পারবেন । পেশাগত ক্ষেত্রে বাড়তি ক্ষমতা নিয়ে কাজ করার সম্ভাবনা আছে, যার ফলে দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা কাজ আপনি হয়ত এবার শেষ করতে পারবেন ।

কর্কট

কর্কট: একটি বেশ রোম্যান্টিক সময় কাটতে পারে, কারণ আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারেন । প্রেমময় বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য আপনার ভালোবাসার মানুষটি আপনার আরও কাছে আসতে পারেন । এর ফলে সম্পর্কের পথ মসৃণ হতে পারে । আর্থিক ক্ষেত্রে আজ একটি শুভ দিন ৷ তবে, কেনাকাটি করার সময়ে আপনার টাকা ফুরিয়ে যেতে পারে । বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে কিছু আশা না করাই ভালো । নেতিবাচক চিন্তা-ভাবনা বা কথাবার্তা থেকে দূরে থাকুন ৷ কারণ আপনার উদ্দেশ্য পরিষ্কার হলেও তারা আপনাকে ভুল বুঝতে পারে ।

সিংহ

সিংহ: আবেগ হয়ত আজ আপনাকে নিয়ন্ত্রণ করবে ৷ কারণ আপনি ভালোবাসার সান্নিধ্য পেতে উৎসুক হয়ে থাকতে পারেন । রোম্যান্টিক চিন্তা-ভাবনা দিয়ে আপনি তাঁর মন জয় করে নিতে চাইতে পারেন । কর্মক্ষেত্রে অংশীদারী কাজের প্রস্তাব আসতে পারে, সে ব্যাপারে হয়ত আপনি আগ্রহী নাও হতে পারেন । তাই নিশ্চিন্তে থাকুন এবং টাকাপয়সা নিয়ে চিন্তা করা থামান । কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বা ক্ষমতাগুলি ঝালিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি উপযুক্ত দিন । অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন ৷

কন্যা

কন্যা: আপনার সন্দেহজনক হাবভাবে আপনার প্রিয়তম আঘাত পেতে পারেন ৷ তাই অন্যের সঙ্গে সহজ হতে শিখুন ৷ অন্যের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিন । গোছানো স্বভাবের হলেও এমন সময় আসতে পারে, যখন আপনি নিজের আর্থিক পরিকল্পনাগুলি বদলানোর ব্যাপারে অনমনীয় হতে পারেন । সঞ্চয় ও তহবিল পরিকল্পনা বিষয়ে আবার চিন্তা-ভাবনা করুন । কর্মক্ষেত্রে আপনি আপনার অধ্যাবসায়ের জন্য প্রশংসিত হতে পারেন । তাড়াতাড়ি কাজ শেষ করতে জন্য তুলনামূলক সহজ কর্মপদ্ধতি অবলম্বন করতে পারেন ।

তুলা

তুলা: প্রিয়তমের সঙ্গে দারুণ সময় কাটতে পারে ৷ প্রেমের সম্পর্ক খুশি ও রোমাঞ্চে ভরপুর হয়ে উঠতে পারে । এর ফলে সম্পর্কের মাধুর্য বজায় থাকতে পারে । যাঁরা নিরাপদ ও সুরক্ষিত অবসর জীবন যাপন করার জন্য আর্থিক পরিকল্পনা করেন ৷ তাঁদের জন্য আজ একটি দারুণ দিন । হাতে-কলমে কাজ করার জন্য এটি সঠিক সময় । বাকি থাকা কাজগুলি আপনি শেষ করে ফেলতে পারেন । সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে আপনার কাজ করতে সুবিধা হতে পারে । একজন পেশাদার পরামর্শদাতার সাহায্যে আর্থিক ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ের সমাধান হবে ।

বৃশ্চিক

বৃশ্চিক: আপনার ভালোবাসার মানুষের সঙ্গে একটি রোম্যান্টিক সন্ধ্যা কাটাতে পারেন । সঙ্গীর বদলে যাওয়া আচার-আচরণের সঙ্গে মানিয়ে নিতে পারলে দীর্ঘস্থায়ী সম্পর্কের পথ তৈরি হতে পারে । অন্তর্বর্তী বিনিয়োগ লাভজনক ফল দেবে । আর্থিক ঘাটতি হয়ে থাকলে ঋণ নিন ৷ বিনিয়োগ করার জন্য এটিই ভালো সময় । কর্মক্ষেত্রের পরিশ্রম আপনাকে সঠিক দিকে নিয়ে যেতে পারে ৷ আপনি ঊর্ধ্বতনদের প্রশংসা পেতে পারেন । আপনার সহকর্মীরা আপনার নম্রতা ও ভদ্রতা দেখে অবাক হয়ে যেতে পারেন । তাই কাজের মান ধরে রাখার ব্যাপারে নিশ্চিত হন ।

ধনু

ধনু: প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভাগ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে । প্রিয়তম মানুষকে খুশি করতে আপনার মাথায় বেশ কিছু রোম্যান্টিক চিন্তা-ভাবনা আসতে পারে । এর ফলে নিজের অনুভূতিগুলি প্রকাশ করা বেশ সহজ হয়ে যেতে পারে । কিছু স্বল্প দূরত্বের ভ্রমণে ভালো ফল হতে পারে । ভাই-বোন ও সহকর্মীদের কাজে আপনি লাভবান হতে পারেন । কর্মক্ষেত্রে হাল না ছাড়ার মনোভাব আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারে । ভালোভাবে প্রকল্প শেষ করার জন্য আপনি ঊর্ধ্বতনদের দ্বারা প্রশংসিত হতে পারেন । হাসিখুশি স্বভাবের জন্য ভবিষ্যতে আপনার আরও দায়িত্ব পেতে সুবিধা হবে ।

মকর

মকর: আপনি আপনার ভালোবাসার মানুষের সাহায্য পেতে পারেন । সৎ ও সত্যবাদী স্বভাবের জন্য আপনি প্রেম ও ভালোবাসায় ভরে যেতে পারেন । আপনি আজ মানসিক দৃঢ়তা অর্জন করতে পারেন । আর্থিক ক্ষেত্রে ইতিবাচক উন্নতি আসতে পারে । টাকাপয়সার ব্যাপারটিও আপনাকে ভালোভাবে সামলাতে হতে পারে । কর্মক্ষেত্রে নিজে থেকে নির্ধারণ করে রাখা সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আপনাকে একা হাতে অনেক কাজ করতে হতে পারে । নতুন কোনও উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকুন । গুণমান ও দক্ষতার দিকে নজর দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভুলগুলি সংশোধন করার চেষ্টা করুন ।

কুম্ভ

কুম্ভ: আবেগপূর্ণ কথাবার্তায় আপনার প্রিয়তমের মন বিগলিত হয়ে যেতে পারে । একটি সুন্দর ও সমভাবাপন্ন সম্পর্ক আপনাকে সুখী করতে পারে । সম্পর্কের বন্ধন যে দৃঢ় হচ্ছে তা আপনি ধীরে ধীরে বুঝতে পারতে পারেন । অপ্রত্যাশিত খরচ আপনাকে আয়-ব্যয়ের প্রতি মনোযোগ দিতে বাধ্য করতে পারে । কর্মক্ষেত্রে সাংগঠনিক পরিকল্পনা করতেই আপনার বেশির ভাগ সময় ব্যয় হতে পারে । কাজেই, আপনার সঠিক পদ্ধতি ৷ পেশাদারি মনোভাব অনুসারে কাজ করা দরকার কারণ আপনার ঊর্ধ্বতনদের আপনার কাছ থেকে প্রত্যাশা থাকতে পারে । আপনি কতটা পরিণত তা পরীক্ষা করা হতে পারে, কারণ নিজের সেরাটি দিতে আপনার চাপগ্রস্ত লাগতে পারে ।

মীন

মীন: ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু চিন্তা-ভাবনার প্রভাব পড়তে পারে । তাই, এমনকী ব্যস্ততম সময়েও আপনাকে যোগাযোগ বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হতে পারে । মনে রাখবেন, মানিয়ে চলাই সুখী জীবনের চাবিকাঠি ৷ আপনি নিজের পছন্দের কোনও জায়গায় বেড়াতে যেতে পারেন । উপার্জন বাড়ানোর সুযোগ কম থাকতে পারে । যদিও, খরচ করে আপনি মন থেকে খুশি হতে পারেন । আপনার দৃঢ়তা আপনাকে কর্মক্ষেত্রের সব রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে । কার্যত, সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পেলে আপনি নিজের কাজের সঙ্গে একাত্ম বোধ করতে পারেন ।

ABOUT THE AUTHOR

...view details