পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Valley of Words : কলকাতায় চলছে ইংরেজি ও হিন্দি ভাষার সাহিত্যধর্মী অনুষ্ঠান, ‘জয় অফ ওয়ার্ডস’ - ইন্টারন্যাশনাল লিটারেচার অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল

চলতি বছরে পাঁচটি শহরে অনুষ্ঠিত হচ্ছে 'ভ্যালি অফ ওয়ার্ডস'-এর এই পঞ্চম বার্ষিক 'ইন্টারন্যাশনাল লিটারেচার অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল' ৷ ৬ এবং ৭ নভেম্বর দু'দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান।

কলকাতায় চলছে ইংরেজি ও হিন্দি ভাষার সাহিত্যধর্মী অনুষ্ঠান, ‘জয় অফ ওয়ার্ডস’
Valley of Words

By

Published : Nov 6, 2021, 10:22 PM IST

কলকাতা, 6 নভেম্বর : কলকাতায় শুরু হল ইংরাজি ও হিন্দি ভাষার সাহিত্যধর্মী অনুষ্ঠান, ‘জয় অফ ওয়ার্ডস’ ৷ সাহিত্যধর্মী পর্যালোচনামূলক এই অনুষ্ঠানের আয়োজনে 'ভ্যালি অফ ওয়ার্ডস' (Valley Of Words) । পঞ্চম বার্ষিক এই সাহিত্যধর্মী অনুষ্ঠানে হিন্দি ও ইংরেজি ভাষার নানাবিধ বই নিয়ে পর্যালোচনা হয় এদিন । একইসঙ্গে স্বনামধন্য লেখকদের কিছু বইও প্রকাশিত হয় । ৬ এবং ৭ নভেম্বর দু'দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান ।

চলতি বছরে পাঁচটি শহরে অনুষ্ঠিত হচ্ছে 'ভ্যালি অফ ওয়ার্ডস'-এর এই পঞ্চম বার্ষিক 'ইন্টারন্যাশনাল লিটারেচার অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল' । সমগ্র অনুষ্ঠানটিকে বেশ কয়েকটি সেশনে ভাগ করা হয়েছে । বিভিন্ন বই নিয়ে পর্যালোচনায় মুখরিত হন লেখকরা । প্রসঙ্গক্রমে উঠে আসে নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং গান্ধীজি'র জীবননামাও ।

আগামী দিনে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যে বইগুলি :

  • ইংরেজি ফিকশন :
    Lavanya Lakshminarayan: Analog/Virtual and Other Simulations of Your Future
    Osman Haneef: Blasphemy
    Sakoon Singh: In the Land of Lovers
    Mahek Jangda: Sometimes Ivory, Sometimes Sand
    Gautam Bhatia: The Wall
  • ইংরেজি নন-ফিকশন বিভাগে রয়েছে :

Tripurdaman Singh: Sixteen Stormy Days
Sumathi Ramaswamy: Gandhi in the Gallery _ The Art of Disobedience
Ishtiaq Ahmed: Jinnah his successes, failures and role in History
Harsh Madhusudan and Rajeev Mantri: A New Idea of India
N S Vinodh: A Forgotten Ambassador in Cairo

কলকাতায় চলছে ইংরেজি ও হিন্দি ভাষার সাহিত্যধর্মী অনুষ্ঠান, ‘জয় অফ ওয়ার্ডস’

আরও পড়ুন : COVID Booster Dose : বাংলার করোনা যোদ্ধাদের জন্য দ্রুত বুস্টার ডোজ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি

এছাড়াও রয়েছে অলকা সারোগির 'কুলভূষণ কা নাম দার্জ কিজিয়ে'। রয়েছে রঞ্জিতা বিশ্বাসের লেখা অসমিয়া ভাষায় 'দ্য লোনলিনেস অফ হীরা বড়ুয়া' শীর্ষক বইটির ইংরেজি অনুবাদ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details