জম্মু ও কাশ্মীর, 18 মার্চ: পুলওয়ামার মিত্রিগাঁও এলাকায় শনিবার সকালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের এনকাউন্টার শুরু হয়েছে ৷ কাশ্মীর জোনের পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুলওয়ামা পুলিশ এবং নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়েছে জঙ্গি দমনের জন্য (Encounter Breaks Out at Mitrigam Area of Pulwama) ৷ এ নিয়ে কাশ্মীর জোনাল পুলিশের তরফে একটি টুইট করা হয়েছে ৷ সেখানে কেবল জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলি যুদ্ধের বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে করা টুইটে বলা হয়েছে, "পুলওয়ামার মিত্রিগাঁও এলাকায় সংঘর্ষ শুরু হয়েছে ৷ পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাঁদের কাজ করছে ৷ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে ৷" উল্লেখ্য, গত মাসের 28 তারিখ আওয়ান্তিপোরায় এক জঙ্গিকে নিকেশ করে বাহিনী ৷ এর ঠিক একদিন আগে একদিন আগে পুলওয়ামায় এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয় ৷ সেই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল মৃত ওই জঙ্গি ৷ আওয়ান্তিপোরায় জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই চলে বেশ কয়েকঘণ্টা ৷