পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Elgar Parishad Case: এলগার পরিষদ মামলায় অভিযুক্ত গৌতম জেল থেকে ছাড়া পেতে পারেন শনিবার

মহারাষ্ট্রে ভীমা কোরেগাঁও (Bhema Koregaon) ও এলগার পরিষদ (Elgar Parishad) মামলায় অভিযুক্ত গৌতম নভলখা ৷ তাঁকে শনিবার জেল থেকে ছাড়া হতে পারে বলে খবর ৷

Elgar Parishad case accused Gautam Navlakha likely to be released from Jail today
Elgar Parishad Case: এলগার পরিষদ মামলায় অভিযুক্ত গৌতম জেল থেকে ছাড়া পেতে পারেন শনিবার

By

Published : Nov 19, 2022, 5:30 PM IST

মুম্বই, 19 নভেম্বর: ভীমা কোরেগাঁও (Bhema Koregaon) এবং এলগার পরিষদ (Elgar Parishad) মামলায় অভিযুক্ত গৌতম নভলখাকে (Goutam Navlakha) শনিবারই তাজোলা জেল থেকে ছাড়া হতে পারে ৷ সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, আইনজীবীদের একটি দল মুম্বই দায়রা আদালতে হাজির হয়েছেন গৌতমের জামিন সংক্রান্ত নথি সংগ্রহের জন্য ৷

শনিবারই দুপুর 2টো 15 মিনিট নাগাদ তাঁকে ছেড়ে দেওয়ার মেমো বিশেষ আদালত দিয়েছে বলে খবর ৷ জেল থেকে ছাড়া পেলেও এখই মুক্তি মিলছে না গৌতমের ৷ তাঁকে নভি মুম্বইয়ে গৃহবন্দি হয়ে থাকতে হবে ৷ তাঁকে একমাসের জন্য গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ 70 বছরের এই সমাজকর্মী বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন ৷ সেই কারণেই এই নির্দেশ বলে জানা গিয়েছে ৷

সুপ্রিম কোর্ট গত 10 নভেম্বর এই নির্দেশ দিয়েছিল ৷ 48 ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর করার কথা বলেছিল ৷ কিন্তু এর বিরুদ্ধে আবার শীর্ষ আদালতে আবেদন করে এনআইএ ৷ গৌতমের নাম চার্জশিটে রয়েছে ৷ জাতীয় নিরাপত্তার সংক্রান্ত মামলায় তিনি অভিযুক্ত ৷ তাই তাঁকে কোনও বিশেষ সুবিধা দেওয়া উচিত নয় বলে এনআইএ আদালতে জানায় ৷

শুক্রবার সেই সংক্রান্ত শুনানি হয় ৷ শুনানিতে আদালত এনআইএ-র (NIA) আর্জি খারিজ করে দেয় ৷ 10 নভেম্বরের নির্দেশ বহাল রাখা হয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2017 সালের 31 ডিসেম্বর এলগার পরিষদ কনক্লেভ হয় ৷ সেখানে গৌতম নভলখা বিদ্বেষমূলক ভাষণ দেন বলে অভিযোগ ৷ তার জেরে পরদিন মহারাষ্ট্রের কোরেগাঁও ভীমা ওয়ার মেমোরিয়ালে হিংসা ছড়ায় বলে পুলিশ দাবি করে ৷ পুনে পুলিশের দাবি, নিষিদ্ধ মাওবাদী সংগঠনগুলি এলগার পরিষদের ওই অনুষ্ঠানের আয়োজক ছিল ৷ পরে এই মামলার তদন্ত শুরু করে এনআইএ ৷

আরও পড়ুন:এলগার পরিষদ-মাওবাদী সংযোগ মামলায় শুক্রবার সুপ্রিম শুনানি

ABOUT THE AUTHOR

...view details