কোড়াগু/টুমাকুরু (কর্ণাটক), 15 এপ্রিল: কর্ণাটকে দু’টি পথ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু ৷ শুক্রবার সকালে দু’টি ঘটনা ঘটে কর্ণাটকের কোড়াগু এবং টুমাকুরু জেলায় ৷ দু’টি দুর্ঘটনায় মোট 9 জন আহত হয়েছেন ৷ প্রথম দুর্ঘটনায় একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে ৷ ওই ঘটনায় মোচ 6 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 2 জন মহিলা এবং 3 জন শিশু ছিল ৷ টুমাকুরুতে দ্বিতীয় ঘটনায় বেসরকারি বাসের সঙ্গে এসইউভি-র ধাক্কা লাগে ৷ এই ঘটনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ৷ সেখানেও 2টি শিশু ছিল বলে জানা গিয়েছে ৷
কর্ণাটকে কোড়াগু জেলায় প্রথম দুর্ঘটনায় মোট 6 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ আজ সকালে সরকারি বাসের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় 2 জন ব্যক্তি গুরুতর জখম হয়েছেন ৷ প্রাইভেট গাড়ির সওয়ারিরা সকলে দক্ষিণ কন্নড় জেলার সুল্লিয়াতে যাচ্ছিলেন ৷ তাঁরা মান্ড্য জেলার মাদ্দুর থেকে আসছিলেন ৷ পথে কর্ণাটক রাজ্য পরিবহণ নিগমের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷