পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Trinamool Congress: সর্বভারতীয় পার্টির তকমা হারাল তৃণমূল কংগ্রেস - সর্বভারতীয় তকমা হারাল তৃণমূল কংগ্রেস

সর্বভারতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ তবে মেঘালয়ে রাজ্য পার্টি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ৷

Etv Bharat
সর্বভারতীয় তকমা হারাল তৃণমূল কংগ্রেস

By

Published : Apr 10, 2023, 7:57 PM IST

Updated : Apr 11, 2023, 8:33 AM IST

নয়াদিল্লি, 10 এপ্রিল: সর্বভারতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় পরিচিতি প্রত্যাহার করে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে এবার থেকে তৃণমূলের পরিচয় হবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নামেই ৷ তবে, কয়েকমাস আগে হওয়া মেঘালয়ের বিধানসভা নির্বাচনে যেহেতু 5টি আসনে জিতেছে তৃণমূল, তাই এই রাজ্যে স্টেট পার্টির তকমা পাবে এই দল ৷

তবে শুধু তৃণমূল কংগ্রেস নয়, আরও বেশ কয়েকটি দল তাদের সর্বভারতীয় পরিচিতি হারিয়েছে বলে নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ৷ তালিকায় রয়েছে সিপিআই এবং শরদ পাওয়ারের এনসিপি ৷ এছাড়াও উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় লোক দলের রাজ্য পার্টির তকমাও এদিন প্রত্যাহার করেছে কমিশন ৷ পশ্চিমবঙ্গে আরএসপি, মণিপুরে পিডিএ, পদুচেরিতে পিএমকে, মিজোরামে এমপিএস-এর মতো দলগুলির স্বীকৃতিও বাতিল করা হয়েছে ৷

তবে সর্বভারতীয় দল হিসেবে কমিশন স্বীকৃতি দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (আপ) ৷ অন্যদিকে, বিহারের লোক জনশক্তি পার্টিকে নাগাল্যান্ডের রাজনৈতিক দলকে বা স্টেট পার্টি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ সম্প্রতি ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে প্রদ্যোৎ দেববর্মনের দল তিপরা মোথা ৷ যার জেরে এই রাজ্যে স্টেট পার্টির মর্যাদা পয়েছে তারাও ৷ তবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস অন্ধ্রপ্রদেশে এতদিন স্টেট পার্টির মর্যাদা পেত, তা এদিন প্রত্যাহার করে নিয়েছে কমিশন ৷

আরও পড়ুন: অমিত শাহের বঙ্গ সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

উল্লেখ্য, এই মুহূর্তে দিল্লি ও পঞ্জাবে ক্ষমতায় রয়েছে আপ ৷ এমনকি গোয়া ও গুজরাতের বিধানসভা নির্বাচনেও ভালো ভোট শতাংশ পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল ৷ তাই এই দলকে সর্বভারতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ এরফলে বর্তমানে দেশের 5টি রাজনৈতিক দলের কাছে সর্বভারতীয় বা জাতীয় তকমা থাকল ৷ সেগুলি হল কংগ্রেস, বিজেপি, বিএসপি, আপ ও এনপিপি ৷ এই স্বীকৃতিতে খুশি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি টুইটে লিখেছেন, "এত কম সময়ে সর্বভারতীয় দলের তকমা পাওয়া কোনও চমৎকারের থেকে কম না ৷ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা দলকে আর এই জায়গায় পৌঁছে দিল ৷"

Last Updated : Apr 11, 2023, 8:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details