নয়াদিল্লি, 18 জানুয়ারি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন । ভোট হবে 16 ফেব্রুয়ারি । ফল ঘোষণা 2 মার্চ। ত্রিপুরার পাশাপাশি মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোটের দিনও ঘোষণা হবে । ওই দুই রাজ্যে ভোট হবে 27 ফেব্রুয়ারি । এই দুই রাজ্যেও ভোটের ফল ঘোষণা হবে 2 মার্চ । পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও হবে ওই দিন । যেদিন ভোটের দিন ঘোষণা হচ্ছে সেদিনই মেঘালয়ে নির্বাচনী সভা করতে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Results of the three assembly election will be out 2nd March ) । নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেল তিন রাজ্যে ।
ত্রিপুরা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে 21 জানুয়ারি । মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 30 জানুয়ারি । মনোনয়ন পত্র পরীক্ষা হবে 31 তারিখ । প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 2 ফেব্রুয়ারি। এরপরই হবে ভোট । 60 আসনের এই বিধানসভার ফল ঘোষণা মার্চ মাসের 2 তারিখ । বাকি দুটি রাজ্যে ভোট হবে 27 ফেব্রুয়ারি । এই দুটি রাজ্যেও মোট ৬০টি আসনেই ভোট হবে । নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে 31 জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 7 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র পরীক্ষা হবে 8 তারিখ। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 10 ফেব্রুয়ারি। তিনটি রাজ্যের ক্ষেত্রেই নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে 4 মার্চের মধ্যে ।