নয়াদিল্লি,3 নভেম্বর: আজ গুজরাত বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে । জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বহু চর্চিত এই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে । সেতু ভেঙে পড়ার ঘটনায় এমনিতেই গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে গুজরাত (Schedule for Gujarat assembly election to be announced today)। এদিকে মাত্র কয়েকদিন আগেই হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে কমিশন । সেদিন গুজরাতের ভোটের দিনক্ষণ জানানো হতে পারে বলে অনেকে আশা করেছিলেন কিন্তু শেষমেশ সেটা হয়নি । এরপর আজ জানা যাবে মোদি-শাহর রাজ্যে কবে ভোট হবে ।
নির্বাচনের দিন-তারিখ ঘোষণা নিয়ে আরও একটি কথা শোনা যাচ্ছিল গত এক সপ্তাহ ধরে । রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তীর পরেই ভোটের দিন ঘোষণা হতে পারে । সেই অনুমান সত্যি করে এদিন ভোটের দিন ঘোষণা হচ্ছে । গুজরাতে মোট 182টি বিধানসভা আসন আছে । নির্বাচনের সম্পূর্ণ নির্ঘণ্ট আর কয়েকঘণ্টার মধ্যেই জানা যাবে । এর আগেই জানা গিয়েছিল হিমাচল প্রদেশের ভোট গণনা হবে 8 ডিসেম্বর । গুজরাতের ফলাফলও সেদিনই জানা যাবে কি না তাও স্পষ্ট হবে দুপুরেই ।