পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RVM: ভিনরাজ্যের পরিযায়ী ভোটারদের জন্য রিমোট ইভিএম, রাজনৈতিক দলগুলির মতামত চাইল কমিশন - রাজনৈতিক দলগুলির মতামত চাইল কমিশন

অন্য রাজ্যে বসেই নিজের এলাকায় ভোটদানে অংশ নেওয়া যাবে ৷ এমন একটি পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ECI) ৷ রিমোট ইভিএমের (RVM) একটি প্রোটোটাইপও তৈরি করেছে ৷ এই নিয়ে রাজনৈতিক দলগুলির মতামতও চেয়েছে কমিশন ৷

ECI
নির্বাচন কমিশন

By

Published : Dec 29, 2022, 6:06 PM IST

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: ভিনরাজ্যে বসবাসকারী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করল নির্বাচন কমিশন (ECI) ৷ এক রাজ্যের বাসিন্দা, অন্য রাজ্য থেকেই যাতে নির্বাচনী প্রক্রিয়া অংশ নিতে পারেন, সেই কথা ভেবেই এই পরিকল্পনা নিয়েছে কমিশন ৷ তারা রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন (Remote Electronic Voting Machine) বা রিমোট ইভিএমের (RVM) একটি প্রোটোটাইপ তৈরি করেছে ৷ ওই যন্ত্র একটি বুথ থেকে 72টি নির্বাচনী এলাকায় রিমোট ভোটিং করাতে পারে ৷ কমিশন বৃহস্পতিবার এই সংক্রান্ত নোট প্রকাশ করেছে এবং রাজনৈতিক দলগুলির মতামত চেয়েছে ৷

এটি বাস্তবায়নে আইনি, প্রশাসনিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতও চাওয়া হয়েছে । তাছাড়া এই যন্ত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ৷ আগামী 16 জানুয়ারি ওই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফে ৷ সেখানে দেশের 8টি স্বীকৃত জাতীয় দল এবং আরও 57টি দলকে ডাকা হয়েছে ৷

একটি সরকার অধীকৃত সংস্থার সঙ্গে এই আরভিএম প্রস্তুত করেছে কমিশন ৷ যাঁরা কাজের জন্য বা পড়াশোনার জন্য রাজ্যের বাইরে গিয়ে থাকেন, তাঁরা নিজের কেন্দ্রে ভোট দিতে পারবেন ভিনরাজ্য থেকেই ৷ কমিশনের বক্তব্য, ভিনরাজ্যে থাকলেও অনেকেই নিজের ভোটাধিকার জন্মস্থানেই রাখতে চান ৷ এর নানা কারণ থাকে ৷ তাঁদের ক্ষেত্রে সুবিধাজনক হবে এই উদ্যোগ ৷

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের দাবি, "যুব এবং শহুরে উদাসীনতার উপর নজর দেওয়ার পর নির্বাচনী গণতন্ত্রে অংশগ্রহণকে শক্তিশালী করার জন্য দূরবর্তী ভোটদান একটি যুগান্তকারী বদল হবে ৷" কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, 2019 সালের লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল 67.4 শতাংশ । 30 কোটিরও বেশি ভোটার, যাঁরা ভিনরাজ্যে থাকেন, তাঁদের ভোটদানে উৎসাহ না থাকা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করে কমিশন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, করোনাকালে (Covid Pandemic) পরিযায়ী শ্রমিকদের (Migrant Labours) ঘরে ফেরা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল ৷ ট্রেন-বাস না পেয়ে অধিকাংশই হেঁটে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বাড়িতে ফিরেছিলেন ৷ এর জন্য রাজনৈতিক দলগুলি একে অপরকে কাঠগড়ায় তুলেছিল ৷ অভিযোগ উঠেছিল যে পরিযায়ী শ্রমিক থেকে ভিনরাজ্যে বসবাসকারীরা সাধারণ ভোটে অংশ নেন না ৷ সেই কারণেই রাজনৈতিক দলগুলির তাঁদের উপর মায়াদয়াও নেই ৷

আরও পড়ুন:ভোটার প্রোফাইলিং নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

ABOUT THE AUTHOR

...view details