হায়দরাবাদ, 10 মার্চ : বুথ ফেরৎ সমীক্ষা যা আভাস দিয়েছিল তাকেই মান্যতা দিয়ে উত্তরপ্রদেশে দ্বিতীয়বার মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ ৷ গণনার প্রাথমিক ট্রেন্ড যদি শেষ পর্যন্ত বজায় থাকে ,তবে কিছুটা কমলেও আড়াইশোর বেশি আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি (In Uttar Pradesh BJP is likely to make history) ৷ এক্সিট পোলকে মান্যতা দিয়ে পঞ্জাব 'হাত' বদলে আস্থা রাখছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে ৷
Assembly Election Result 2022 : কোথায় দাঁড়িয়ে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী, কী বলছে গণনার প্রাথমিক আভাস
গণনার প্রাথমিক ট্রেন্ড যদি শেষ পর্যন্ত বজায় থাকে তবে কিছুটা কমলেও উত্তরপ্রদেশে আড়াইশোর অধিক আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি (In Uttar Pradesh BJP is likely to make history) ৷ এক্সিট পোলকে মান্যতা দিয়ে পঞ্জাব 'হাত' বদলে আস্থা রাখছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে ৷
কোথায় দাঁড়িয়ে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী, কী বলছে গণনার প্রাথমিক আভাস
বুথ ফেরৎ সমীক্ষাকাকে মিলিয়ে পঞ্জাবে সরকার গড়ার পথে ঝাড়ু শিবির ৷ উত্তরাখণ্ড, মণিপুরে অ্যাডভান্টেজ বিজেপি ৷ এক্সিট পোলে মান্যতা দিয়ে ত্রিশঙ্কু হওয়ার পথে গোয়া ৷ কিন্তু কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ দেখে নেওয়া যাক একনজরে ৷
- উত্তরপ্রদেশ :সকাল 11টায় পাওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গোরক্ষপুর (আর্বান) থেকে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ দ্বিতীয় রাউন্ডে গণনার শেষে 10 হাজারেরও বেশি ভোটে এগিয়ে তিনি ৷
- পঞ্জাব : আপ ঝড়ে বেসামাল পঞ্জাবে দু'টি কেন্দ্রেই পিছিয়ে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ৷ ভাদৌর এবং চামকৌর সাহিব দু'টিতেই অনেকটা পিছিয়ে রয়েছেন চান্নি ৷
- উত্তরাখণ্ড : মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি খাতিমা বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে ৷
- গোয়া : সকাল 11টায় পাওয়া সর্বশেষ রিপোর্টে সাড়ে তিনশোর সামান্য বেশি ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷
- মণিপুর : মণিপুরে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি হেইংগাং বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷
Last Updated : Mar 10, 2022, 5:39 PM IST