পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ED summons KCR daughter Kavitha: আবগারি দুর্নীতি মামলায় কবিতাকে দিল্লিতে তলব ইডির - 9 মার্চ কেসিআর কন্যা কবিতাকে দিল্লিতে তলব ইডির

কেসিআরের মেয়ে কবিতাকে দিল্লি আবগারি দুর্নীতি মামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করল (ED summons KCR daughter Kavitha)। 9 মার্চ দিল্লিতে ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা বলেছে ৷

KCR daughter Kavitha
কেসিআর কন্যা কবিতা

By

Published : Mar 8, 2023, 11:13 AM IST

হায়দরাবাদ, 8 মার্চ:তেলেঙ্গানার শাসকদল বিআরএসের এমএলসি এবং মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে কবিতাকে (Telangana CM KCR daughter K Kavitha) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi liquor policy case) তাঁকে তলব করা হয়েছে বলে খবর। 9 মার্চ তাদের দিল্লির দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়িয়েছে গত কয়েকদিনে ৷ কবিতার পাশাপাশি ইডি আধিকারিকরা তেলেঙ্গানা-ভিত্তিক ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইকেও (Telangana-based businessman Arun Ramachandran Pillai) জিজ্ঞাসাবাদ করতে চলেছে। মঙ্গলবার হায়দরাবাদের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইডি (ED) । কবিতা জাতীয় স্তরের মদের চোরাচালানের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে ৷ 'দ্য সাউথ গ্রুপ' নামে সেটি চলছে ৷ যার সঙ্গে অরুণ রামচন্দ্রনও যুক্ত বলে ইডির সন্দেহ ।

তদন্তকারী সংস্থার মতে, এই সাউথ গোষ্ঠীই আম আদমি পার্টির (AAP) নেতাদের একশো কোটি টাকা ঘুষ দিয়েছে । গতকাল অরুণকে গ্রেফতার করা হয়েছে আরেক মদ ব্যবসায়ী আমনদীপের (liquor businessman Amandeep ) দেওয়া তথ্যের ভিত্তিতে ৷ যাকে কয়েকদিন আগে কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করেছিল । ইডি দাবি করেছে, অরুণ পিল্লাই, অভিষেক বোইনপালি এবং অন্যান্য সহযোগীরা আপ নেতাদের সঙ্গে সমন্বয় সাধন করেছিলেন । মঙ্গলবার গ্রেফতার হওয়া অরুণকে কবিতার বেনামী বলেও অভিযোগ করা হয়েছে । পাশাপাশি কবিতার অনেক কারবরা বেনামে এই অরুণই করতেন বলে জানা গিয়েছে। গতকাল অরুণের গ্রেফতার ও কবিতাকে ইডির তলব তেলেঙ্গানায় এবং জাতীয় স্তরে বিরোধী শিবিরে শোরগোল ফেলে দিয়েছে । ইডি দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা পাচারের অভিযোগও করেছে অরুণের বিরুদ্ধে ।

এদিকে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির এই ধরনের তৎপরতা নিয়ে আগেই সরব হয়েছে বিরোধী শিবির । বিরোধীদের অভিযোগ, রাজনৈতিকভাবে এই ধরনের সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি । এই নিয়ে অভিযোগ জানিয়ে দেশের 9টি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন । আর তার পরই আবার কেসিআরের মেয়েকে ডাকল ইডি। এই নতুন তলবকে ঘিরে রাজনীতি সরগরম হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না ।

আরও পড়ুন:দিল্লি আবগারি দুর্নীতি ইডির চার্জশিটে নাম কেসিআর কন্যা কবিতার

ABOUT THE AUTHOR

...view details