পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jaishankar Meets Lavrov: ইউক্রেন সংঘাতের পরিণতি লক্ষ্য করছি, মস্কোয় রাশিয়ার বিদেশমন্ত্রীকে বললেন জয়শংকর

ফেব্রুয়ারিতে ইউক্রেনের সংঘাত (India Russia War) শুরু হওয়ার পর থেকে ভারত ও রাশিয়ার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Jaishankar in Russia) এবং সের্গেই লাভরভের মধ্যে চারবার দেখা হয়েছে (Jaishankar Meets Lavrov)৷

eam-S jaishankar-and-russian-foreign-minister-sergey-lavrov-meeting-in-moscow
ইউক্রেন দ্বন্দ্বের পরিণতি লক্ষ্য করছি, মস্কোয় রাশিয়ার বিদেশমন্ত্রীকে বললেন জয়শংকর

By

Published : Nov 8, 2022, 4:39 PM IST

Updated : Nov 8, 2022, 4:56 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর:ইউক্রেন (India Russia War) দ্বন্দ্বের পরিণতি লক্ষ্য করছি ৷ রাশিয়া সফরে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে এ কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar in Russia)৷ মঙ্গলবার মস্কোয় দু দেশের বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিশ্বব্যাপী বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে (Jaishankar Meets Lavrov)।

রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শংকর (Jaishankar in moscow) বলেন, "কোভিড ও বাণিজ্য সমস্যাগুলি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে ৷ তবে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইউক্রেনের সঙ্গে সংঘাতের পরিণতি ৷" তিনি আরও বলেন, "দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মাথায় রেখে আমাদের উদ্দেশ্য হল একটি সমসাময়িক, ভারসাম্যপূর্ণ, পারস্পরিক উপকারী এবং দীর্ঘমেয়াদী কাজকর্ম সৃষ্টি করা ৷"

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই দু দেশের বিদেশমন্ত্রী জয়শংকর ও লাভরভের মধ্যে চারবার দেখা হয়েছে । ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বহুবার কথা বলেছেন ।

আরও পড়ুন:26/11 কোনও দিন ভোলার নয়, মুম্বইয়ে রাষ্ট্রসংঘের বৈঠকে বললেন জয়শংকর

গত 4 অক্টোবর জেলেনস্কির সঙ্গে ফোনে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, সামরিক উপায়ে কোনও সমস্যার সমাধান হতে পারে না ৷ ভারত যে কোনও শান্তি প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত বলেও জানান তিনি । 16 সেপ্টেম্বর উজবেক শহর সমরকন্দে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মোদি তাঁকে বলেছিলেন যে, "আজকের যুগ যুদ্ধের নয়"। যদিও ভারত এখনও ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেনি ৷ তবে কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ এর আগে, ইউক্রেনে রাশিয়ার বেআইনি দখলদারি নিয়ে রাষ্ট্রসংঘে ভোটাভুটিতে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল ভারত ৷

Last Updated : Nov 8, 2022, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details