হায়দরাবাদ, 11 নভেম্বর:ফের বিপত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় ৷ এবার সেকেন্দ্রাবাদের জনসভায় প্রধানমন্ত্রী মোদির বক্তৃতা দেওয়ার সময়, এক মহিলা একটি লাইট টাওয়ারে উঠে যান ৷ তাঁর দাবি, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্যই উঁচু লাইট টাওয়ারে উঠেছিলেন ৷ মঞ্চ থেকেই বারবার তাঁকে নীচে নামতে অনুরোধ করতে দেখা গেল খোদ প্রধানমন্ত্রীকে। এমনকী তিনি ওই মহিলাকে আশ্বস্ত করেন যে, তিনি তাঁর কথা শুনবেন ৷ এরপর অবশ্য নিজেই নীচে নেমে আসেন ওই মহিলা ৷
শনিবার সেকেন্দ্রাবাদে জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর আচমকাই মঞ্চের সামনে তৈরি করা অস্থায়ী লাইট টাওয়ার বেয়ে উঠে যেতে দেখা যায় এক মহিলাকে ৷ এই ঘটনা নজর এড়ায়নি খোদ প্রধানমন্ত্রীর ৷ মঞ্চ থেকেই তিনি বার বার ওই মহিলাকে লাইট টাওয়ার থেকে নীচে নামার অনুরোধ করেন ৷ এমনকী প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, যে কোনও মুহূর্তে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বড় দুর্ঘটনা ঘটতে পারে ৷ প্রাথমিকভাবে ওই মহিলা প্রধানমন্ত্রীর কথা না শুনে আরও উপরে উঠতে থাকেন ৷ এরপরই অবস্থা বেগতিক দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন খোদ প্রধানমন্ত্রী ৷
যখন কোনও অবস্থাতেই ওই মহিলাকে বাগে আনা সম্ভব হচ্ছে না, শেষে প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেন ৷ তিনি ব্যক্তিগতভাবে ওই মহিলার কথা শুনবেন বলেও মঞ্চ থেকে বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে ৷ এরপর অবশ্য নীচে নেমে আসেন ওই মহিলা ৷ এদিন প্রধানমন্ত্রী তেলেঙ্গানা এবং অবিভক্ত অন্ধ্রপ্রদেশের পূর্ববর্তী সরকারগুলিকে তীব্র কটাক্ষ করেন ৷ এরা মাদিগা সম্প্রদায়ের অধিকার বিবেচনা করতে ব্যর্থ হয়েছে বলেও কটাক্ষ করেন মোদি ৷ বিধানসভা নির্বাচনের আগে সেকেন্দ্রাবাদে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদিও দরিদ্রদের জন্য সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর দলের প্রতিশ্রুতিগুলিকে ফের একবার মনে করিয়ে দিয়েছেন ৷