গোন্ডা (উত্তরপ্রদেশ), 7 জানুয়ারি: বিবাদের জেরে স্ত্রীর নাক কামড়ে কেটে নিল যুবক ৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার কর্নেলগঞ্জ এলাকায় ৷ প্রাথমিক চিকিৎসার পর একটু সুস্থ হতেই মায়ের সঙ্গে পুলিশ সুপারের অফিসে পৌঁছন নির্যাতিতা ৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেছে পুলিশ ৷
কর্নেলগঞ্জ কোতোয়ালি এলাকার আটরসুইয়া গ্রামের বাসিন্দা নির্যাতিতা গায়ত্রী বলেন, "আমার স্বামী সঞ্জয় মদ্যপ । আমাকে প্রতিদিন মারধর করত । এই নিয়ে আমাদের দু'জনের মধ্যে বিরোধ চলছে । সেই জন্য বাবা-মায়ের বাড়িতেই থাকি । তিন সন্তান আছে আমাদের ৷ তিনজনকেই নিজের কাছে রেখেছেন স্বামী । 4 জানুয়ারি সঞ্জয় শ্বশুরবাড়িতে ডেকেছিল সন্তানদের দেওয়ার জন্য । আমি সেই কারণে গিয়েছিলাম ৷ তখন ফের আমাদের মধ্যে হাতাহাতি শুরু হয় । বাচ্চাদের দিতে অস্বীকার করে সঞ্জয় । এরপর হঠাৎ দাঁত দিয়ে আমার নাকে কামড় দেয় । এতে আমি গুরুতর আহত হয়েছি । আওয়াজ শুনে আশপাশের লোকজন সেখানে পৌঁছে আমাই উদ্ধার করে ।"
গায়ত্রী আরও বলেন,"আমি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছি । স্বামী সঞ্জয়ের বিরুদ্ধে কর্নেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি । পুলিশ শ্লীলতাহানি, লাঞ্ছিত- সহ একাধিক ধারায় মামলা দায়ের করলেও এখনও আমার ডাক্তারি পরীক্ষা করেনি । স্বামীকেও গ্রেফতার করা হয়নি । এতে বিরক্ত হয়ে আমি ও আমার মা পুলিশ অফিসারদের ঘেরাও করি । শনিবার পুলিশ সুপারের কার্যালয়েও যাই ৷ সেখানে নগর কর্মকর্তার সঙ্গে দেখা করে পুরো বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই ।"
গায়ত্রীর দাবি, তাঁর সন্তানদের ফিরিয়ে দেওয়া উচিত । অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ৷ তাঁর সঙ্গে যেমন হয়েছে স্বামীর সঙ্গেও তেমনটাই করা উচিত । তার নাকও কেটে দিতে হবে ।