পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মেয়ের বিয়ের খরচ জোগাতে মালিকের সন্তানদের অপহরণের ছক চালকের

মালিকের থেকে 1 কোটি টাকা হাতিয়ে নিতে চেয়েছিল গাড়ির চালক । তাই কষেছিল অপহরণের ছক । ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে ।

asd
asd

By

Published : Jan 28, 2021, 10:55 AM IST

মুম্বই, 28 জানুয়ারি : মালিকের দুই সন্তানকে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হল গাড়ির চালকসহ আরও একজনকে । মুম্বইয়ের আন্ধেরির ঘটনা । মেয়ের বিয়ের খরচ জোগাতেই অপহরণের ছক কষেছিল বলে জেরায় জানিয়েছে ওই চালক ।

দুই সন্তানকে অপহরণ করা হয়েছে বলে সোমবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যবসায়ী । অপহরণকারীরা তাঁদের থেকে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও পুলিশকে জানান তিনি । অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ ।

তদন্তের সময় পুলিশ জানতে পারে, জুহু থেকে গাড়িতে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ীর দুই সন্তান । এরপর রাস্তায় তাদের গাড়ি আটকায় কয়েকজন দুষ্কৃতী । চালককে মারধর ও ভয় দেখিয়ে ওই গাড়িতে উঠে পড়ে তারা । তারপর জুহুর পিভিআর-এর কাছে গিয়ে গাড়িটিকে দাঁড় করায় । সেখানে ব্যবসায়ীর এক সন্তান ও চালককে অন্য একটি স্কুল বাসে তুলে নিয়ে চলে যায় । অন্য সন্তানকে গাড়িতেই ছেড়ে যায় তারা ।

এদিকে রাস্তায় অপহরণকারীদের দলে যোগ দেয় আরও ছয়জন । এরপর জুহু-ভারসোভা রাস্তায় উপর ফেলে দেওয়া হয় চালককে । ইতিমধ্যে অভিযোগ পেয়ে পিভিআর-এর সামনে থেকে গাড়ি সহ ব্যবসায়ীর এক সন্তানকে উদ্ধার করে পুলিশ । এছাড়া স্থানীয়দের সাহায্যে কোনওরকমে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে বাঁচে আরও একজন । সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেয় সে ।

তবে অপহরণের এই গল্পে বিশ্বাস করতে পারছিলেন না পুলিশকর্মীরা । সূত্রের খবর, সন্দেহ হওয়ায় 18 ঘণ্টা অভিযুক্ত চালককে জেরা করা হয় । টানা জেরার সময় ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করে সে । তখনই সে জানায়, এক আত্মীয়ের সঙ্গে হাত মিলিয়ে অপহরণের ছক কষেছিল । মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করতেই মালিকের দুই সন্তানকে অপহরণ করে 1 কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে । এই ঘটনায় ওই চালকসহ তার আত্মীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ । ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details