পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 4, 2020, 10:36 PM IST

ETV Bharat / bharat

পিনাকা রকেটের উন্নত সংস্করণের সফল উৎক্ষেপণ

ভগবান শিবের হরধনু পিনাকের নাম অনুসারে এই রকেটের নামকরণ করা হয় ৷

DRDO successfully testfires advanced version of Pinaka rockets
DRDO successfully testfires advanced version of Pinaka rockets

বালাসোর, 4 নভেম্বর : পিনাকা রকেটের উন্নত সংস্করণের সফল পরীক্ষা করল DRDO ৷ আজ ওড়িশার চাঁদিপুর উপকূলে উৎক্ষেপণকেন্দ্র থেকে সফল উৎক্ষপণ করা হয় এই রকেটের ৷ এই সিরিজ়ে মোট ছয়টি রকেট তৈরি করা হয়েছে ৷ সবকটি পরীক্ষাই মিশনের উদ্দেশ্য পূরণ করবে ৷ অতি দ্রুত ভূমি থেকে আকাশে শত্রু বিমানের উপর আক্রমণ হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ৷

পরীক্ষার পর DRDO-র আধিকারিক বলেছেন, "সমস্ত উড়ানগুলি টেলিমেট্রি, রাডার এবং ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মতো পরিসীমা দ্বারা ট্র্যাক করা হয়েছিল ৷ যা উড়ানের কার্যকারিতা নিশ্চিত করেছে ৷" পিনাকা রকেটের এই উন্নত ভার্সন পিনাকা Mk-I রকেটের জায়গা নেবে বলেই মনে করা হচ্ছে ৷

পিনাকা একটি মাল্টিপল রকেট লঞ্চার ৷ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গ্যানাইজ়েশন ভারতীয় সেনার জন্য এই লঞ্চার তৈরি করে ৷ পিনাকা মার্ক-1 40 কিলোমিটার দূর থেকে ও পিনাকা মার্ক-2 75 কিলোমিটার দূর থেকে আক্রমণ করতে সক্ষম ৷ 44 সেকেন্ডে 12টি রকেট নিক্ষেপ করতে সক্ষম পিনাকা ৷ কার্গিল যুদ্ধের সময়ও পরিষেবা দিয়েছিল পিনাকা ৷ পাকিস্তান ও চিন উভয় দেশের বিরুদ্ধে অপারেশনে সফল পিনাকা ৷ পাহাড়ের মতো উঁচু জায়গায় শত্রুপক্ষের ঘাঁটিকে ধ্বংস করতে সফল হয়েছিল এই ক্ষেপণাস্ত্রটি ৷ ভারতীয় সেনায় বিশাল পরিমাণে রয়েছে পিনাকা ৷ ভগবান শিবের হরধনু পিনাকের নাম অনুসারে এই রকেটের নামকরণ করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details