পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকে গণপিটুনিতে চিকিৎসকের মৃত্য়ু, টুইটে বিজেপিকে তোপ রাহুল গান্ধির - কর্নাটক

কর্নাটকে গণপিটুনিতে চিকিৎসকের মৃত্য়ুর ঘটনায়, সে রাজ্য়ের বিজেপি সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধি ৷ যেখানে বিজেপি সরকারের অলসতা থেকে চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন কংগ্রেস নেতা ৷

doctors-need-protection-from-covid-as-well-as-bjp-govts-callousness
কোভিডের পাশাপাশি বিজেপি সরকারের অলসতার থেকেও চিকিৎসকদের নিরাপত্তা দরকার : রাহুল গান্ধি

By

Published : Jun 4, 2021, 5:47 PM IST

নয়াদিল্লি, 4 জুন : কর্নাটকে চিকিৎসককে নির্মমভাবে মারধরের ঘটনায় বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ শুক্রবার রাহুল গান্ধি তাঁর টুইটারে কর্নাটকের বিজেপি সরকারকে নিশানা করে লেখেন, চিকিৎসকদের করোনার পাশাপাশি বিজেপি সরকারের অলসতার থেকেও রক্ষা করতে হবে ৷

এই সপ্তাহের শুরুতে বছর ছয়ের এক শিশুর মৃত্যু ঘটনায় কর্নাটকের চিক্কামাগালুরু জেলায় বছর 50’র এক চিকিৎসককে বেধড়ক মারধর করে একদল লোক ৷ যে ঘটনায় ওই চিকিৎসক মারা যান ৷ সেই ঘটনার একদিন পর কর্নাটকের বিজেপি সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ যেখানে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘‘চিকিৎসকদের করোনা ভাইরাস থেকে বাঁচানোর পাশাপাশি বিজেপি সরকারের অলসতার থেকেও বাঁচাতে হবে’’ ৷

আরও পড়ুন :প্রধানমন্ত্রীর হল অফ শেম...এবার GDP নিয়ে টুইট-বাণ রাহুলের

একইভাবে অসমে হোজাই জেলায় এক করোনা আক্রান্তের মৃত্যু পর তাঁর পরিবার সহ একদল লোকজন এক চিকিৎসকদের বেধড়ক মারধর করে ৷

ABOUT THE AUTHOR

...view details