পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী চিকিৎসক

Doctor Kills Wife and Two Children: স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মহত্যা করলেন এক চিকিৎসক । পুলিশ দরজা ভেঙে চারটি দেহ উদ্ধার করল । ঘটনাটি উত্তরপ্রদেশের রায়বেরেলির ৷ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে ।

Doctor kills wife and two children
আত্মঘাতী চক্ষু চিকিৎসক

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 12:30 PM IST

রায়বেরেলি, 6 ডিসেম্বর: সরকারি বাসভবনে স্ত্রী ও দুই সন্তানকে হাতুড়ি দিয়ে খুন করে আত্মঘাতী হলেন এক চোখের চিকিৎসক ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ৷ লালগঞ্জ রেলওয়ে কোচ কারখানায় ডিএমও হিসেবে কর্মরত ছিলেন চক্ষু চিকিৎসক অরুণ সিং ৷ সরকারি বাসভবনের দরজা ভেঙে পুলিশ সকলের উদ্ধার করে । বিছানায় পড়ে ছিল চিকিৎসকের স্ত্রী অর্চনা সিং, ছেলে আরভ ও মেয়ে আদিভার দেহ । চারটি দেহই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে ফরেনসিক দল ।

পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী বলেন, "চিকিৎসক প্রথমে স্ত্রী, ছেলে ও মেয়েকে ইনজেকশন দিয়ে অচেতন করে এবং পরে তাঁদের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে । এরপর ওই চিকিৎসক নিজেও আত্মহত্যা করেন ।"

জানা গিয়েছে, রায়বেরেলি জেলার লালগঞ্জে অত্যাধুনিক রেল কোচ কারখানায় 2017 থেকে ডিএমও পদে কর্মরত ছিলেন অরুণ সিং ৷ যিনি চোখের একজন শল্য চিকিৎসকও ৷ তিনি স্ত্রী অর্চনা সিং, মেয়ে আদিভা এবং ছেলে আরভকে নিয়ে কারখানার আবাসনেই থাকতেন । চিকিৎসককে শেষ দেখা গিয়েছিল রবিবার ।

এরপর স্থানীয়রা ওই চিকিৎসক কিংবা তাঁর পরিবারের কোনও সদস্যকে আর দেখতে পাননি । অরুণের সহকর্মীরা তাঁকে খুঁজতে ঘরে গেলে ঘর তালাবদ্ধ দেখতে পান । জানালা দিয়ে ঘরে উঁকি দিয়ে তাঁরা দেখেন, চারজনের দেহ পড়ে রয়েছে । এ বিষয়ে পুলিশকে জানানো হয় । পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক দলও । দরজা ভেঙে দেহগুলি বের করে আনে পুলিশ । ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে । কী কারণে এই ঘটনা ঘটালেন চিকিৎসক, তদন্তে নেমেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. গলা কেটে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী শিক্ষক
  2. স্ত্রীকে ভিডিয়ো কল করে শিশুপুত্রকে খুনের পর আত্মঘাতী বাবা
  3. মানসিক অবসাদের জের, শিলিগুড়িতে মেয়েকে খুন করে আত্মঘাতী মা

ABOUT THE AUTHOR

...view details