পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dilip Ghosh: বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরানো হল দিলীপকে, দায়িত্বে সুকান্ত মজুমদার

বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের মেয়াদ ছিল 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত। কিন্তু তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে গত মাসেই আলোচনা হয়েছিল সর্বভারতীয় স্তরে ৷ শোনা গিয়েছিল, জেপি নাড্ডার কাছে পশ্চিমবঙ্গ বিজেপি-র সভাপিত হিসেবে নিজের উত্তরসূরি হিসেবে সুকান্ত মজুমদারের নাম সুপারিশ করেছিলেন দিলীপবাবু ৷

Dilip Ghosh
বিজেপির রাজ্য সভাপতি থেকে সরানো হল দিলীপ ঘোষকে

By

Published : Sep 20, 2021, 8:42 PM IST

Updated : Sep 20, 2021, 9:41 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই বড় ঘোষণা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ৷ রাজ্য বিজেপি-র সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে ৷ তাঁর জায়গায় আজ থেকেই বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ নিজের উত্তরসূরিকে টুইটারে অভিনন্দন জানালেন দিলীপবাবু ৷

সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি সাংসদ । সোমবার রাজ্য বিজেপি-র সাংগঠনিক বদলের কথা সরকারিভাবে ঘোষণা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি ৷ তবে রাজ্য সভাপতির পদ থেকে সরলেও সর্বভারতীয় স্তরে বড় পদ পেলেন দিলীপ ঘোষ ৷ তাঁকে বিজেপি-র সর্বভারতীয় সহসভাপতির পদে বসানো হল ৷

বিজেপির রাজ্য সভাপতি থেকে সরানো হল দিলীপকে

তবে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের মেয়াদ ছিল 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত। কিন্তু তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে গত মাসেই আলোচনা হয়েছিল সর্বভারতীয় স্তরে ৷ শোনা গিয়েছিল, জেপি নাড্ডার কাছে পশ্চিমবঙ্গ বিজেপি-র সভাপিত হিসেবে নিজের উত্তরসূরি হিসেবে সুকান্ত মজুমদারের নাম সুপারিশ করেছিলেন দিলীপবাবু ৷ কার্যত দিলীপ ঘোষের সুপারিশ মেনেই এদিন রাজ্যা বিজেপির সভাপতি পদে বসানো হল বালুরঘাটের সাংসদকে ৷

নাড্ডার এই ঘোষণার পরই দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷

রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক তাপস রায় ৷ এটি বিজেপি-র অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে যান তৃণমূল নেতা ৷

Last Updated : Sep 20, 2021, 9:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details