পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Digvijaya on Surgical Strike: সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ দেয়নি কেন্দ্র, মোদি সরকারকে তোপ দ্বিগ্বিজয়ের

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সোমবার কটাক্ষ করেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) করেছে বলে দাবি করলেও এর কোনও প্রমাণ নেই ।

Digvijaya on Surgical Strike
Digvijaya on Surgical Strike

By

Published : Jan 23, 2023, 6:53 PM IST

জম্মু, 23 জানুয়ারি: 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং (Digvijaya Singh) ৷ তাঁর দাবি, সরকার এর কোনও প্রমাণ দিতে পারেনি ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন 2019 সালে পুলওয়ামায় সেনার কনভয়ে হওয়া সন্ত্রাসবাদী হামলা নিয়েও (Pulwama Terror Attack) ৷ রাহুল গান্ধি (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে এখন জম্মু ও কাশ্মীরে পৌঁছেছেন ৷ শ্রীনগরে শেষ হবে ওই যাত্রা ৷ সেই নিয়েই আয়োজিত এক সভায় এই প্রশ্ন তুলেছেন দ্বিগ্বিজয় সিং ৷

কংগ্রেসের এই নেতার কথায়, "তারা (কেন্দ্র) সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে বলে এবং তারা বলে অনেককে হত্যা করেছে ৷ কিন্তু কোনও প্রমাণ নেই ৷" এর পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সংযোজন, "কেন্দ্র মিথ্যার সাহায্যে শাসন করছে । আমি আপনাকে বলতে চাই যে এই দেশটি আমাদের সকলের ।"

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে তাঁর বক্তব্য, "কেন তাঁরা (সিআরপিএফ জওয়ান) মারা গেলেন ? সিআরপিএফ ডিরেক্টর শ্রীনগর থেকে দিল্লিতে সিআরপিএফ (CRPF) কর্মীদের এয়ারলিফ্ট করতে চেয়েছিলেন ৷ কারণ এলাকাটি স্পর্শকাতর ছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন । কেন তিনি প্রত্যাখ্যান করলেন ?"

তাঁর দাবি, "এলাকায় প্রতিটি গাড়ি চেক করা হয় । কেন ওই নির্দিষ্ট দিনে স্করপিও গাড়িটি চেক করা হয়নি ? একটি গাড়ি ভুল দিক থেকে আসে । কেন তা চেক করা হয়নি ?’’ ওই হামলায় 44 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ কিন্তু দ্বিগ্বিজয়ের দাবি, "এখন পর্যন্ত, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সংসদে দেওয়া হয়নি ৷ মানুষ এই সম্পর্কে সচেতন নয় ৷"

সংবিধানের 370 ধারা বাতিল হওয়া সত্ত্বেও কেন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ রয়ে গিয়েছে, তা নিয়েও দ্বিগ্বিজয় প্রশ্ন তোলেন । সম্প্রতি সেখানকার রাজৌরি জেলার ধংরি গ্রামে জঙ্গি হামলা হয়েছে ৷ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে ৷ কয়েকজন আহতও হয়েছেন ৷ এদিন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখাও করেন দ্বিগ্বিজয় ৷ তার পরই এই প্রশ্ন তোলেন ৷

দ্বিগ্বিজয় ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের দাবি করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন যে তিনি এই নিয়ে কোনও রাজনৈতিক ফায়দা চান না ৷ তাঁর সঙ্গে জয়রাম রমেশও ছিলেন ৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:সঠিক মেয়ের সন্ধান পেলেই বিয়ে করবেন, জানালেন 52-র রাহুল

ABOUT THE AUTHOR

...view details