জম্মু, 23 জানুয়ারি: 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং (Digvijaya Singh) ৷ তাঁর দাবি, সরকার এর কোনও প্রমাণ দিতে পারেনি ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন 2019 সালে পুলওয়ামায় সেনার কনভয়ে হওয়া সন্ত্রাসবাদী হামলা নিয়েও (Pulwama Terror Attack) ৷ রাহুল গান্ধি (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে এখন জম্মু ও কাশ্মীরে পৌঁছেছেন ৷ শ্রীনগরে শেষ হবে ওই যাত্রা ৷ সেই নিয়েই আয়োজিত এক সভায় এই প্রশ্ন তুলেছেন দ্বিগ্বিজয় সিং ৷
কংগ্রেসের এই নেতার কথায়, "তারা (কেন্দ্র) সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে বলে এবং তারা বলে অনেককে হত্যা করেছে ৷ কিন্তু কোনও প্রমাণ নেই ৷" এর পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সংযোজন, "কেন্দ্র মিথ্যার সাহায্যে শাসন করছে । আমি আপনাকে বলতে চাই যে এই দেশটি আমাদের সকলের ।"
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে তাঁর বক্তব্য, "কেন তাঁরা (সিআরপিএফ জওয়ান) মারা গেলেন ? সিআরপিএফ ডিরেক্টর শ্রীনগর থেকে দিল্লিতে সিআরপিএফ (CRPF) কর্মীদের এয়ারলিফ্ট করতে চেয়েছিলেন ৷ কারণ এলাকাটি স্পর্শকাতর ছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন । কেন তিনি প্রত্যাখ্যান করলেন ?"