দিল্লি, 4 নভেম্বর : সাদা ফেনায় মুড়েছে শান্ত স্নিগ্ধ যমুনা ৷ আজ সকালে এমনই দৃশ্য দেখা গেল যমুনা নদীতে ৷ বিষাক্ত ফেনার একটি পুরু স্তরে ঢাকা পড়েছে রাজধানীর যমুনা নদী ৷ দূষণে ইতিমধ্যেই জেরবার রাজধানী ৷ দিন দিন পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে ৷ ঘন বিষাক্ত কুয়াশায় যেমন ছেয়েছে দিল্লির পরিবেশ, তেমনই সাদা দূষিত ফেনায় ছেয়েছে যমুনা নদী ৷ লাগাম ছাড়া পরিবেশ দূষিত হয়ে চলেছে ৷
যমুনায় বিষাক্ত সাদা ফেনা - দিল্লিতে যমুনা দূষণ
বিষাক্ত ফেনার স্তর পড়েছে যমুনা নদীতে ৷ আজ সকালে যমুনা নদীর এমন দৃশ্য ধরা পড়ল ৷
বিশেষজ্ঞদের মতে, এই বিষাক্ত ফেনা আসলে মাত্রাতিরিক্ত ফসফেট সামগ্রী থেকেই তৈরি হয়েছে ৷ শিল্প কারখানাসহ ডিটারজ়েন্টের কারখানা থেকে নির্গত হচ্ছে প্রচুর বিষাক্ত ফসফেটসহ অন্যান্য বর্জ্য পদার্থ ৷ যা নদীতে এসে পড়ছে ৷ নদীর জলের সঙ্গে তা মিশে গিয়ে সাদা ফেনা তৈরি করছে ৷
স্থানীয়দের বক্তব্য, "কোরোনা মোকাবিলার জন্য লকডাউন জারি করা হয়েছিল ৷ সেই সময়ে যমুনা নদী পরিষ্কার ছিল ৷ কিন্তু এখন বর্জ্য পদার্থসহ দূষিত রাসায়নিক পদার্থে ভরে গিয়েছে ৷ দূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে ৷ সরকার দূষণ প্রতিরোধের জন্য একাধিক পদক্ষেপ করছে, কিন্তু নাগরিক হিসেবে এই দূষণ প্রতিরোধে আমাদেরও কিছু পদক্ষেপ নিতে হবে ৷ সাধারণ মানুষের উচিত নদীতে যেন বর্জ্য পদার্থ না ফেলা হয় ৷ এছাড়া নালা নর্দমার মাধ্যমে আসা বর্জ্য পদার্থ যাতে সরাসরি নদীতে এসে না পড়ে, সেদিকে আমাদের নজর দেওয়া উচিত ৷"