পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Extreme Flood Alert for Delhi: যমুনার জলে ভাসছে দিল্লি, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি কেজরিওয়ালের - মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

প্রতি মুহূর্তে জল বেড়ে চলেছে যমুনায় ৷ ইতিমধ্যে নদীর কাছে রাস্তাঘাট জলমগ্ন হয়ে গিয়েছে ৷ প্রায় ডুবে যাওয়া এলাকাগুলি থেকে মানুষকে উদ্ধারের কাজ শুরু করেছে কেজরিওয়াল প্রশাসন ৷ দিল্লি ট্র্যাফিক পুলিশও যান চলাচল নিয়ে নির্দেশিকা জারি করেছে ৷

ETV Bharat
দিল্লিতে বন্যা

By

Published : Jul 13, 2023, 9:54 AM IST

Updated : Jul 13, 2023, 4:06 PM IST

নয়াদিল্লি, 13 জুলাই: লাগাতার বৃষ্টিতে যমুনার জলস্তর বেড়ে 208.48 মিটারে পৌঁছেছে ৷ জলে ভেসে যাচ্ছে দিল্লির রাস্তাঘাট ৷ নদীর জল ঢুকেছে বাড়ি থেকে শুরু করে অফিসে ৷ যমুনার আশপাশের বাসিন্দাদের অবস্থা খুবই খারাপ ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নাগরিক সচেতনতা করতে টুইট করেছেন ৷ তিনি জানিয়েছেন, যমুনার জল ক্রমশ বেড়ে চলেছে ৷ এখন জল 208.46 মিটার উচ্চতায় বইছে ৷ জলস্তর বৃদ্ধির কারণে আশপাশের রাস্তাঘাটেও জল উঠেছে ৷ যে সব জায়গায় জল ঢুকেছে, সেই সব জায়গায় সরকারি ও প্রাইভেট স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

তাঁর অনুরোধ, মানুষ যেন ওই দিকের রাস্তায় না যান ৷ নদীর নিকটবর্তী এলাকাগুলি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে ৷ প্রশাসন সেই সব জায়গা থেকে মানুষকে উদ্ধার করছে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে ৷ সেখানকার বাসিন্দারা যেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন ৷ মানুষের প্রাণ বাঁচানোটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি ৷ কেজরিওয়ালের আর্জি, এই বিপদের সময় দিল্লির বাসিন্দারা একজন আরেকজনকে যতদূর সম্ভব সাহায্য় করুন ৷

বুধবার রাতেই ওল্ড রেলওয়ে ব্রিজ এলাকায় জলস্তর 208 মিটার ছাড়িয়ে যায় ৷ বৃহস্পতিবার সকাল 8টায় তা পৌঁছয় 208.48 মিটারে ৷ আশঙ্কা করা হচ্ছে, জলের স্তর আরও বাড়বে ৷ সেন্ট্রাল ওয়াটার কমিশন এই অবস্থাকে 'চরম বিপজ্জনক অবস্থা' বলে উল্লেখ করেছে ৷ প্রতি মুহূর্তেই যমুনার জল বাড়ছে । তার জেরে পরিস্থিতির ক্রমশ খারাপ হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন ৷ ইতিমধ্যে কোনওরকম অপ্রীতিকর অবস্থা এড়াতে বন্যাপ্রবণ এলাকায় 144 ধারা জারি করেছে দিল্লির সিটি পুলিশ ৷

আরও পড়ুন: প্রকৃতির রোষ মোকাবিলায় হাতিয়ার প্রযুক্তি, দুর্যোগপূর্ণ হিমাচলে বিয়ে হল অনলাইনে

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লির ট্র্যাফিক পুলিশও একটি নির্দেশিকা জারি করেছে ৷ মহাত্মা গান্ধি মার্গ থেকে আইপি ফ্লাইওভার এবং চণ্ডী রাম আখারার মধ্যে, মহাত্মা গান্ধি মার্গ ও কালীঘাট মন্দির এবং দিল্লি সেক্রেটারিয়েটের মধ্যের এলাকা, আউটার রিং রোড ও ওয়াজিরাবাদ ব্রিজ এবং চণ্ডী রাম আখারার মধ্যের এলাকা দিয়ে যান চলাচল এড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে ট্র্যাফিক পুলিশ ৷

Last Updated : Jul 13, 2023, 4:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details