নয়াদিল্লি, 7 অগস্ট:লোকসভায় ধ্বনিভোটে পাশ হলেওরাজ্যসভায় ভোটাভুটির মধ্যে দিয়েই পাশ হল দিল্লি পরিষেবা সংক্রান্ত সংশোধনী বিল । এদিন সংসদের উচ্চকক্ষে দিল্লি সংক্রান্ত বিল পেশ করে সোমবার একের পর এক বিরোধীদের দিকে তির ছুঁড়তে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এদিন দিল্লি পরিষেবা সংশোধনী বিল পেশ করতে গিয়ে বিরোধী জোট 'ইন্ডিয়া'কেও একহাত নেন অমিত শাহ। একইসঙ্গে, এদিন কংগ্রেস-সহ প্রতিটি অবিজেপি বিরোধী দলকেই রীতিমতো তুলোধনা করতে দেখা যায় শাহকে। সেইসঙ্গে, বিরোধীদের দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে অমিত শাহ জানান, এই বিল আটকে দেখান । আর বিল পাশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কেজরিওয়াল বলেন, "কালো দিন । রাজ্যসভায় দিল্লি পরিষেবা বিল পাশ করার ফলে কেন্দ্র দিল্লির জনগণের সমস্ত অধিকার কেড়ে নিল।"
এদিন ভোটাভুটির সময় দেখা যায় রাজ্যসভায় ভোটিং মেশিন কাজ করছে না । অবশেষে স্লিপ বন্টন করে ভোটাভুটি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বিলের উপরে তাঁর জবাবি ভাষণের শুরুতেই জানান, দিল্লি পরিষেবা বিল কোনওভাবেই সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করে না। এটি দিল্লিতে দুর্নীতিমুক্ত প্রশাসনের লক্ষ্যেই আনা হয়েছে। তিনি বলেন, "কেন্দ্রের ক্ষমতা কেড়ে নেওয়ার দরকার নেই । 130 কোটি মানুষ গোটা দেশের ক্ষমতা আমাদের হাতে তুলে দিয়েছে।" দিল্লি পরিষেবা বিল নিয়ে রাজ্যসভায় বক্তৃতা দিতে গিয়ে এদিন অমিত শাহ জানান, রাজ্যসভায় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, 2023-এর আসল উদ্দেশ্য দিল্লিতে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।
এদিন রাজ্যসভায় পাঁচ ঘণ্টা ধরে দিল্লি পরিষেবা সংক্রান্ত বিলের উপর আলোচনা হয় । কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে বলতে গিয়ে বিরোধী সাংসদরা কার্যত একযোগেই বিলকে অগণতান্ত্রিক বলে দেগে দেওয়ার চেষ্টা করে । এরপরই দিল্লির আমলা নিয়ন্ত্রণ বিলের জবাবি ভাষণ দিতে গিয়ে অমিত শাহ ইমার্জেন্সি প্রসঙ্গও তুলে এনে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন । এদিন শাহ বলেন, "গণতন্ত্র নিয়ে কংগ্রেসের কথা বলার কোনও অধিকার নেই ।" একই সঙ্গে, রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও এদিন তীব্র কটাক্ষ করেন অমিত শাহ । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনারা গণতন্ত্রের কথা বলবেন না। ইমার্জেন্সির সময় কয়েক লক্ষ্য রাজনীতিককে জেলে পাঠানো হয়েছিল, আর তারা গণতন্ত্রের কথা বলে !"
আরও পড়ুন: চিনের টাকায় দেশ ভাগ করছে কংগ্রেস, রাহুলের প্রত্যাবর্তনের দিনে সংসদে অভিযোগ বিজেপি সাংসদের
ইন্ডিয়া জোটের পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে অমিত শাহ এদিন বলেন, "কংগ্রেস পার্টি এই বিলের সমর্থন করবে না, কারণ ওদের জোট টিকিয়ে রাখতে হবে । এই আপের জন্মই হয়েছে কংগ্রেসের বিরোধিতা করে । আর আমি লিখে দিচ্ছি, এই বিল পাশ হয়ে যাওয়ার পর আপ আবার পালটি খাবে । জোট ছেড়ে বেরিয়ে যাবে ।" রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর মুখ খোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, "এই বিল দিল্লির মানুষের উপর অত্যাচারের সমান । দিল্লির মানুষ আপনাদের (বিজেপি) ক্ষমা করবে না।" একইসঙ্গে, হুঁশিয়ারি দিয়ে কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দেন, রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে । তিনি বলেন, "একটি সাংসদের আসনও বিজেপি পাবে না ।" পাশাপাশি এই বিলের বিরোধিতা করে যে রাজনৈতিক দল আপ-এর পাশে দাঁড়িয়েছিল তাদেরও এদিন ধন্যবাদ জানিয়েছেন কেজরিওয়াল ।