পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Services Bill passed: ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়ে গেল দিল্লি সংক্রান্ত বিল, টুইটে আক্রমণ কেজরিওয়ালের - আম আদমি পার্টি

দিল্লি পরিষেবা অধ্যাদেশটি এদিন ধ্বনি ভোটে পাশ হল লোকসভায় ৷ যদিও লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী দলগুলো বিচলিত নয় ৷ তারা রাজ্যসভায় বিলটি যাওয়ার অপেক্ষা করছে ৷

Etv Bharat
লোকসভা

By

Published : Aug 3, 2023, 9:23 PM IST

নয়াদিল্লি, 3 অগস্ট: বড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি ! বৃহস্পতিবার চরম হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল দিল্লি সংক্রান্ত (সংশোধনী) বিল, 2023 ৷ দিল্লি পরিষেবা অধ্যাদেশটি এদিন ধ্বনি ভোটে পাশ হয় লোকসভায় ৷ তবে এতে আশ্চর্যের কোনও কারণ দেখছে না বিরোধীরা ৷ কারণ লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপির ৷ তারা অবশ্য রাজ্যসভায় বিলটি যাওয়ার অপেক্ষা করছে ৷

বিলটি পাশ হওয়ার সময়ই বিরোধী সাংসদরা সংসদ থেকে ওয়াকআউট করেন। লোকসভায় বিলটি পেশ করার কিছুক্ষণ আগেই, এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "বিলটি দিল্লির জনগণকে দাসে পরিণত করার জন্য।" তিনি হিন্দিতে একটি টুইট করেন ৷ যেখানে লেখেন, "লোকসভায়, আমি অমিত শাহজিকে সেই বিল নিয়ে কথা বলতে শুনেছি যা দিল্লির জনগণের অধিকার কেড়ে নিচ্ছে । বিলটিকে সমর্থন করার জন্য তাদের কাছে একটিও বৈধ যুক্তি নেই। শুধু এখানে-ওখানে বাজে কথা বলছেন তাঁরা । তাঁরাও সেটা জানেন, যে তাঁরা ভুল করছেন । এই বিলটি দিল্লির জনগণকে দাস বানানোর একটি বিল। এটি এমন একটি বিল যা মানুষকে অসহায় করে তুলবে । ভারত কখনওই এটি হতে দেবে না ৷"

পরে অন্য একটি টুইটে, তিনি 2 ডিসেম্বর, 2013 দিল্লি বিজেপির একটি টুইট শেয়ার করেন ৷ যেখানে পদ্ম শিবির দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতির কথা বলেছিল ৷ তাদের অভিযোগ ছিল যে, বিজেপি থেকে তার ইশতেহারে অনুলিপি করেছে এই প্রতিশ্রুতি। প্রতিবারই বিজেপি দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল । কেজরিওয়ালের আরও দাবি, 2014 সালে নরেন্দ্র মোদি নিজেই জানিয়েছিলেন, যে প্রধানমন্ত্রী হয়ে তিনি দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেবেন । আপ প্রধান লিখেছেন, "কিন্তু এদিন এই লোকরাই দিল্লির জনগণের পিঠে ছুরি মেরেছে । এখন থেকে মোদিজি'র কোনও কথা বিশ্বাস করবেন না।"

উল্লেখ্য, ওয়াইএসআরসিপি এবং বিজেডি লোকসভায় বিলটিকে সমর্থন করেছিল । কেন্দ্রীয় সরকার মঙ্গলবার বিরোধী সদস্যদের সোচ্চার প্রতিবাদের মধ্যে দিল্লি পরিষেবা অধ্যাদেশ প্রতিস্থাপন করতে লোকসভায় বিতর্কিত বিল পেশ করে । যে বিলে রাজধানী দিল্লির জন্য সিভিল সার্ভিসেস অথরিটি গঠনের কথা বলা হয়েছে । বিলের বিতর্কে অংশ নিয়ে বিজেডি সদস্য পিনাকি মিশ্র বলেন, "সংসদের একটি আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে ৷ এবং এটি একটি ভাল আইন, নাকি খারাপ আইন তা সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নিতে দিন । ওড়িশা, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের মতো পূর্ণ রাজ্যগুলির ক্ষেত্রে অবশ্য এই আইন আনা যাবে না । এটি কেবলমাত্র জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির ক্ষেত্রে করা যেতে পারে ৷ যার বিশেষ মর্যাদা রয়েছে সংবিধানে ৷"

ওয়াইএসআরসিপি সাংসদ পিভি মিধুন রেড্ডিও বিলটিকে সমর্থন করেন ৷ তিনি বলেন, "এটি একটি অনন্য বিল, এবং আশা প্রকাশ করছি যে এটি অন্য রাজ্যের জন্য প্রতিলিপি করা হবে না ।" এর আগে দিল্লি সরকার 19 মে জারি করা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) অধ্যাদেশ, 2023 স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ।

সুপ্রিম কোর্ট গত মাসে দিল্লিতে পরিষেবাগুলির উপর নিয়ন্ত্রণ কেন্দ্রের অধ্যাদেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ অবশ্য দেয়নি ৷ বিল অনুযায়ী, ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্য সচিব এবং দিল্লির প্রিন্সিপাল হোম সেক্রেটারি নিয়ে গঠিত হবে ।

আরও পড়ুন: দিল্লি বিলের আলোচনায় লোকসভায় দাঁড়িয়ে 'আপ'-কে তুলোধোনা অমিত শাহের

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানীর জন্য আইন প্রণয়নের জন্য সংসদের ক্ষমতা জোরদার করেছিলেন ৷ তিনি বলেন, "আপ তার দুর্নীতি লুকোনোর একমাত্র উদ্দেশ্য নিয়ে দিল্লি পরিষেবা বিলের বিরোধিতা করছে ৷ অন্যান্য বিরোধী দলগুলিকে জনগণের কল্যাণের কথা ভাবতে বলেছে ।" বিলের বিরোধিতা করে, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টের রায়ের উদ্ধৃতি করেন, যা দিল্লি বিধানসভাকে দিল্লিতে নাগরিক পরিষেবা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে । তিনি দাবি করেন, যদি বিলটি পাশ হতে দেওয়া হয়, তবে কেন্দ্র অন্যান্য রাজ্যের নির্বাচিত বিধানসভাগুলিকে বাতিল করে দিতে পারে ৷ সেই সিদ্ধান্তই নেবে কেন্দ্র ।

ABOUT THE AUTHOR

...view details